কেশপুরে পুলিশি বাধার মুখে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরের ৬ নং অঞ্চলের গার্ডরা এলাকায় তাঁকে আটকানো হয়। হিরণের বিরুদ্ধে কনভয়ে বেশি থাকার অভিযোগেই আটকানো হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে, হিরণের দাবি, তৃণমূল, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিকল্পনা করেছে তাঁকে হারানোর জন্য। তাঁকে বিভিন্ন জায়গায় ইচ্ছা করেই আটকানো হচ্ছে। তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক থেকে জাওয়ানরা তৃণমূলের হয়েই কাজ করছেন এখানে।
হিরণের আরও দাবি, বিভিন্ন জায়গায় বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। কয়েকজনকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। হিরণ বলেন, কেশপুর ও আনন্দপুরে ১৮২টি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আমার মনে হয় নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছে। পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা।'
হিরণ আরও বলেন, 'কেশপুর, আনন্দপুরের দুই ওসি সারারাত ধরে বম্বিং করেছে, বাড়িতে বাড়িতে ভাঙচুর করছে, কর্মীদের মারধর করেছে। পোলিং এজেন্টদের নিয়ে চলে গিয়েছে। আমি যতটা পারব সারাদিনে করব। গণতন্ত্রকে বাঁচাতে গেলে একাই লড়তে হবে। বাংলার মানুষ দেখুক। কলকাতায় এসি রুমে বসে যারা বড় বড় কথা বলেন তাঁরা এসে কেশপুরে দেখে যান। ২ লক্ষ ৭২ হাজার ভোটারের মধ্যে কেশপুরে ২ লক্ষ ভোটে জেতে তৃণমূল। এটা ভাবা যায়? পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল একসঙ্গে পকিকল্পনা করেছে হিরণকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। ৪ তারিখ দেখবেন মানুষ বিজেপিকে জেতাবে। মোদীজিকে জেতাবে। কালকে সিআরপিএফ-র এক অফিসার আমাকে ধমকি, গালাগালি দিয়েছেন। আমাকে ভোট না করতে দেওয়ার কথা বলেছেন। এটা পুরোপুরি ম্যাচ ফিক্সিং, তারা বিক্রি হয়ে গিয়েছে।'