India Today Axis My India Exit Poll: দেখতে দেখতে এল সেই দিন। শেষদফার ভোট ১ জুন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দীর্ঘ সাধারণ নির্বাচনের শেষ দিন। শেষদফা ভোট মিটতেই আসতে শুরু করবে এগজিট পোল। আগামী ৫ বছরে দেশে কার সরকার তৈরি হবে? সবাই জানতে উদগ্রীব। সঠিক জবাব পেতে আপনাকে শনিবার বিকেল ৫টা থেকে 'আজতক'-এর সঙ্গে থাকতে হবে। এছাড়া আমাদের ওয়েবসাইট 'বাংলা ডট আজতক ডট ইন'-এ পাবেন দেশের প্রতিটি কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষার ফল।
India Today Axis My India Exit Poll দেশের সবচেয়ে বিশ্বস্ত এগজিট পোল। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোট ও ২০১৩ সাল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৭ টি বিধানসভা নির্বাচনের এগজিট পোল করা হয়েছে। এই ৬৯টি নির্বাচনের মধ্যে ৬৪টির নির্বাচনের এগজিট পোল রেজাল্ট একেবারে মিলে গিয়েছে।
India Today Axis My India Exit Poll সম্পর্কিত সব খবর bangla.aajtak.in-এ পড়তে পারেন। আপনি আজতক চ্যানেলে এক্সিট পোল লাইভ দেখতে পারেন।
এগজিট পোল কীভাবে পরিচালিত হয়?
এগজিট পোল হল একটি সমীক্ষা। ভোটারদের কাছে অনেক প্রশ্ন করা হয়। তাঁদের জিজ্ঞাসা করা হয়, তাঁরা কাকে ভোট দিয়েছেন। এই জরিপ শুধুমাত্র ভোটের দিন সঞ্চালিত হয়। সমীক্ষা সংস্থার কর্মীরা ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের প্রশ্ন করেন। তারপর তা বিশ্লেষণ করে তার ভিত্তিতে নির্বাচনের ফলাফল অনুমান করা হয়। অনেক সংস্থা ভারতে এগজিট পরিচালনা করে।
নির্বাচনী সমীক্ষা তিন প্রকার
১. প্রাক-নির্বাচন: এই সমীক্ষাগুলি নির্বাচনের তারিখ ঘোষণার পরে এবং ভোট শুরু হওয়ার আগে পরিচালিত হয়।
২. এগজিট পোল: এই সমীক্ষা শুধুমাত্র ভোটের দিনেই করা হয়৷ এতে ভোটারদের মন বোঝার চেষ্টা করা হয়। এটি ভোটকেন্দ্রের বাইরে করা হয় এবং ভোট দেওয়ার পরে বাইরে আসা লোকদের কাছে প্রশ্ন করা হয়।
৩. পোস্ট পোল: ভোট শেষ হওয়ার পর এই সমীক্ষা করা হয়। ভোট শেষ হচ্ছে ১ জুন। এরপর দু-একদিন পর ভোট-পরবর্তী সমীক্ষা শুরু হবে। এতে সাধারণত কোন ধরনের ভোটার কোন দলকে ভোট দিয়েছেন তা জানার চেষ্টা করা হয়।