Hiran Chatterjee: হিরণের IIT খড়গপুরের ডিগ্রি ভুয়ো, নালিশ কমিশনে, প্রার্থীপদ বাতিলের দাবি AAP-এর

আগামী শনিবার দেশে ষষ্ঠ দফার নির্বাচন। এবারের দফায় ভোট হতে চলেছে ঘাটালে। এবার কেন্দ্রের ভোট যথেষ্ট চিত্তাকর্ষক। কারণ তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়ছেন বিজেপির অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগেই বিজেপি প্রার্থীকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement
 হিরণের IIT খড়গপুরের ডিগ্রি ভুয়ো, নালিশ কমিশনে, প্রার্থীপদ বাতিলের দাবি AAP-এরহিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো দাবি করে কমিশনে AAP


আগামী শনিবার দেশে ষষ্ঠ দফার নির্বাচন। এবারের দফায় ভোট হতে চলেছে  ঘাটালে। এবার কেন্দ্রের ভোট যথেষ্ট চিত্তাকর্ষক। কারণ তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়ছেন বিজেপির অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগেই বিজেপি প্রার্থীকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

দাবি করা হচ্ছে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের  ডক্টরেট ডিগ্রি ভুয়ো। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির দাবি তথ্য় জানার অধিকার আইনে করা আবেদনে আইআইটি খড়গপুর জানিয়েছে বিজেপি প্রার্থী তাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। কমিশনে কাছে রাজ্য আপের তরফে হিরণের প্রার্থিপদ বাতিলের আবেদনও জানানো হয়েছে। আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, "ঘাটাল কেন্দ্রে যিনি প্রার্থী আছেন বিজেপির হিরণ্ময় চট্টোপাধ্য়ায় মহাশয় উনি ওঁর হলফনামায় জানিয়েছেন ২০২৩ থেকে IIT খড়গপুরে পোস্ট PHD রিসার্চ ফেলো। উনি দাবি করেছেন যে উনি পোস্ট PHD গবেষণার সাথে যুক্ত আছেন IIT খড়গপুরের সঙ্গে। তো আমরা এই মর্মে আমরা IIT খড়গপুরে তথ্য জানার অধিকার আইনে আবেদন করি। বেশ কয়েক দিন আগেই আমরা করেছিলাম যখন আমরা ওঁর নামটা ফলকে দেখেছিলাম ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্য়ায় এবং ওঁর সোশাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে উনি লিখে রেখেছেন IIT খড়গপুরের রিসার্চ ফেলো। তো সেই মর্মে আমরা তথ্য় জানার অধিকার আইনে আবেদন করি এবং প্রথম যখন আমরা আবেদন করি আমাদের IIT খড়গপুর থেকে জানানো হয় যে ওঁদের কাছে এই সম্পর্কিত কোনও তথ্য নেই।''

প্রসঙ্গত, হিরণ তাঁর হলফনামায় উল্লেখ করেন যে, তিনি খড়্গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। তবে আপের দাবি, সেই তথ্য ভুয়ো। তাদের বক্তব্য, ঘাটালের পদ্মপ্রার্থী আইআইটি থেকে কোনও গবেষণা করছেন না। তথ্য জানার অধিকার আইন (আরটিআই)-এর মাধ্যমে খড়্গপুর আইআইটির তরফে এই তথ্য মিলেছে বলে দাবি করা হয়েছে। যদিও এই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছেন হিরণ। হিরণ চট্টোপাধ্যায়ের পাল্টা  যুক্তি, 'পিএইচডি-র ডিগ্রি না থাকলে তো আর পোস্ট পিএইচডি করা যায় না। এটুকু জ্ঞান যাদের না থাকে তাদের সম্পর্কে আর কী কথা বলব! যদি কারও কোনও সন্দেহ থাকে তাহলে সোজা কোর্টে চলে যান। সেখানে গিয়ে আমার নামে মামলা করুন। বাকি আইন আইনের পথে চলবে।'

Advertisement

বিজেপি প্রার্থী বলেছেন , "বিশ্বের যে কোনও বিশ্ববিদ্য়ালয়ে যখন কেউ PHD করে পোস্ট PHD করে সেটা সব সময় স্পনসরড হয়। কোনও একটা ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্য়ালয়কে তাদের স্বার্থে বিশ্ববিদ্য়ালয়কে টাকা দেয় যে গবেষণা করে দিন এবং সেখানে বিশ্ববিদ্য়ালয় স্পনসরের টাকায় গবেষণা করে। এই ফর্ম্য়াটটা হয়তো অনেকেই জানেন না। IIT খড়গপুর থেকে যে লেটারটা আমাকে প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন সেখানে পরিষ্কার লেখা আছে আমি কী বিষয়ে গবেষণা করছি, কে আমার স্পনসর, কতদিনের আমার প্রজেক্ট, তার থেকে আমি কী পাচ্ছি স্পষ্ট লেখা আছে।''  খড়গপুর আইআইটির তরফে আপ-কে কেন এমন তথ্য দেওয়া হল তা নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন হিরণ। এমনকী এর পিছনে তৃণমূলের চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ভোট মিটলেই এব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবার BJP-র প্রার্থী হয়ে লড়ছেন হিরণ। নির্বাচনী হলফনামায় হিরণ নিজেকে ডক্টরেট বলে উল্লেখ করেছেন। তিনি খড়গপুর আইআইটিতে গবেষণা করছেন বলে জানিয়েছেন। 


 

POST A COMMENT
Advertisement