scorecardresearch
 

Adhir Chowdhury: 'জান দিয়ে হলেও সেলিমভাইকে জেতাতে হবে,' কংগ্রেস কর্মীদের বার্তা অধীরের

'দরকারে জান দিয়ে হলেও সেলিমভাইকে জেতাতে হবে,' শনিবার ডোমকলে এমনই বার্তা দিলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে এদিন একসঙ্গে সভা করেন তাঁরা। আর সেখানেই বারবার মহম্মদ সেলিমের হয়ে সুর চড়ান কংগ্রেস সভাপতি। 

Advertisement
সেলিমের সমর্থনে অধীর চৌধুরি সেলিমের সমর্থনে অধীর চৌধুরি
হাইলাইটস
  • 'দরকারে জান দিয়ে হলেও সেলিমভাইকে জেতাতে হবে,' শনিবার ডোমকলে এমনই বার্তা দিলেন অধীর চৌধুরী।
  • মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে এদিন একসঙ্গে সভা করেন তাঁরা।
  • এদিন ডোমকলের দেশকল্যাণ সঙ্ঘের মাঠের সভায় ভিড় ভালই ছিল। মঞ্চে অধীর চৌধুরি বক্তব্য রাখতে উঠতেই হই-হই করে স্বাগত জানাতে দেখা যায় কর্মী-সমর্থকদের।

'দরকারে জান দিয়ে হলেও সেলিমভাইকে জেতাতে হবে,' শনিবার ডোমকলে এমনই বার্তা দিলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে এদিন একসঙ্গে সভা করেন তাঁরা। আর সেখানেই বারবার মহম্মদ সেলিমের হয়ে সুর চড়ান কংগ্রেস সভাপতি। 

এদিন ডোমকলের দেশকল্যাণ সঙ্ঘের মাঠের সভায় ভিড় ভালই ছিল। মঞ্চে অধীর চৌধুরি বক্তব্য রাখতে উঠতেই হই-হই করে স্বাগত জানাতে দেখা যায় কর্মী-সমর্থকদের। আর সেই সভা থেকেই অধীর বলেন, 'সেলিমভাইকে জেতাতে কংগ্রেস কর্মীদের কর্তব্যে যেন কোনও খামতি না থাকে।' 

শুধু তাই নয়, অধীর বলেন, 'দরকারে জান দিয়ে হলেও সেলিমভাইকে জেতাতে হবে। আমিই সেলিমভাইকে বলেছিলাম, মুর্শিদাবাদে দাঁড়ান।'

আরও পড়ুন

তিনি আরও বলেন, 'আপনারা সেলিমকে জেতান। তার পর সংসদে তাঁর যা ভূমিকা হবে, তা দেখলে আপনাদেরই গর্ব হবে।'

পরের দফাতেই ভোট মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। অধীরের গড় বহরমপুরে চতূর্থ দফায় নির্বাচন। মুর্শিদাবাদ জেলার তিন লোকসভা কেন্দ্রের মধ্যে দু'টিতে কংগ্রেস লড়ছে। বাকি একটিতে সিপিএম। নির্বাচনে মুর্শিদাবাদে বাম-কংগ্রেসের ভাল ফলাফল নিয়ে বেশ আশাবাদী অধীর। তিনি বলেন, 'মুর্শিদাবাদ আমরা দখল করে নিয়েছি। আমরা বলেছি, মুর্শিদাবাদে তিনে তিন, তৃণমূলকে কবর দিন।'

অধীরের মুখে সিপিএম প্রার্থীর হয়ে এমন সমর্থন অবশ্য নতুন কিছু নয়। এর আগে মহম্মদ সেলিমের মনোনয়নের দিন গলায় কাস্তে-হাতুড়ি-তারা আঁকা উত্তরীয় পরেছিলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীর প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতির সেই সমর্থন কারও নজর এড়ায়নি। এদিনও সেই একই সমর্থনের চিত্র তুলে ধরলেন অধীর। 
 

Advertisement