scorecardresearch
 

Mamata Banerjee: 'পায়ে ধরে ক্ষমা না চাইলে...' , দলের বিধায়কের সঙ্গে 'বিজেপির আঁতাঁতে' ক্ষুব্ধ মমতা

বসিরহাটের জনসভা থেকে তৃণমূল বিধায়ক ঊষরানি মণ্ডলের বিরুদ্ধে গলা চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল বিজেপির সঙ্গে আঁতাত করছেন বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। তাঁরই বিরুদ্ধে ক্ষোভে গর্জে ওঠেন তিনি। শনিবার বসিরহাটের হাড়োয়া সার্কাস ময়দানে সভা ছিল তাঁর। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়

বসিরহাটের জনসভা থেকে তৃণমূল বিধায়ক ঊষরানি মণ্ডলের বিরুদ্ধে গলা চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল বিজেপির সঙ্গে আঁতাত করছেন বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। তাঁরই বিরুদ্ধে ক্ষোভে গর্জে ওঠেন তিনি। শনিবার বসিরহাটের হাড়োয়া সার্কাস ময়দানে সভা ছিল তাঁর। 

এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক, সংগঠন দেখে নেবেন। যতক্ষণ না ক্ষমা চাইবেন, পায়ে না ধরবেন ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না, মানি না, মানি না। বিজেপির সঙ্গে যাঁরা আঁতাত করে তার সাথে আমার কোনও সম্পর্ক নেই। আপনি আর আপনার স্বামী দলটা বেঁচে দেবেন, না। আমি অন্য দল নিয়ে যেমন কথা বলি, নিজের দল নিয়েও কথা বলি।"

এদিন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী প্রচারে যান মমতা। সপ্তম দফায় এই কেন্দ্রে নির্বাচন। সেখান থেকেই মিনাখাঁর বিধায়ককে হুঁশিয়ারি দেন তিনি। সেখান থেকে আরও বলেন, "তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়। মা, বোনেরা জন্ম দেবেন।"

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পরপর তিনবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁ কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছেন ঊষারানি মণ্ডল। বসিরহাট লোকসভা কেন্দ্রে এই মিনাখাঁ বিধানসভা কেন্দ্র। বেশ কিছুদিন ধরে বিধায়কের সঙ্গে দলের অন্দরে দূরত্ব বেড়েছে। তা নিয়েই ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement