scorecardresearch
 

Mamata Nandigram News: নন্দীগ্রামে লোডশেডিং করে রেজাল্ট পাল্টেছিল, বদলা আমি নেবই: মমতা

বৃহস্পতিবার তমলুকের হলদিয়ার জনসভা থেকে নন্দীগ্রাম নিয়ে 'বদলা'র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে। আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুঠ করা হয়েছে।'

Advertisement
নন্দীগ্রাম নিয়ে ফের হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম নিয়ে ফের হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হাইলাইটস
  • বৃহস্পতিবার তমলুকের হলদিয়ার জনসভা থেকে নন্দীগ্রাম নিয়ে 'বদলা'র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মুখ্যমন্ত্রী বলেন, 'নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে। আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুঠ করা হয়েছে।'
  • তিনি আরও বলেন, 'চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না। চিরকাল ইডি কোলে রেখে দেবে না।'

বৃহস্পতিবার তমলুকের হলদিয়ার জনসভা থেকে নন্দীগ্রাম নিয়ে 'বদলা'র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে। আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুঠ করা হয়েছে। সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে, বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে, ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই। কীভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামিদিন পথ দেখাবে।'

তিনি আরও বলেন, 'চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না। চিরকাল ইডি কোলে রেখে দেবে না। চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা, যাঁরা করেছেন তাঁদের উদ্দেশে বলি, ঈশ্বর-আল্লা বলে যদি কিছু থাকে, তাঁরাই করে দেবেন।'

আরও পড়ুন

এদিন ফের ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেন, 'একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি-বাকরি পাবেন। আরেক দল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না যে এই সুযোগে তাদের পকেট ভারী হবে। এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল, বাবু বললেন, বোমা ফাটাবেন। আমরা ভাবলাম কোথা থেকে বোমা-গুলি-টুলি কিনেছে হয় তো। ও মা! বলে কিনা ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম, ওদের সাথে আছি, ওদের সাথে থাকব, আর যা-যা আইনি লড়াই দরকার করব।'

Advertisement