scorecardresearch
 

Mamata Banerjee: 'বরকতদার নামে বারবার ভোট কেন বলুন তো?' মালদায় মৌসমের নাম নিয়ে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য মমতার

মালদার গাজোলে নির্বাচনী জনসভায় গিয়ে বরকত গনি খান চৌধুরির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গনি খান চৌধুরির নাম করে কংগ্রেস আর মালদার ভোট টানতে পারবে না বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। গাজোলে দলীয় প্রার্থীর সমর্থনে আজ সভা করেন মমতা।

Advertisement
mamata banerjee rally at malda gazole mamata banerjee rally at malda gazole
হাইলাইটস
  • মালদার গাজোলে নির্বাচনী জনসভায় গিয়ে বরকত গনি খান চৌধুরির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • গনি খান চৌধুরির নাম করে কংগ্রেস আর মালদার ভোট টানতে পারবে না বলেও মনে করেন মুখ্যমন্ত্রী

মালদার গাজোলে নির্বাচনী জনসভায় গিয়ে বরকত গনি খান চৌধুরির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গনি খান চৌধুরির নাম করে কংগ্রেস আর মালদার ভোট টানতে পারবে না বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। গাজোলে দলীয় প্রার্থীর সমর্থনে আজ সভা করেন মমতা। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। সেই সভায় মমতা বক্তব্য রাখতে গিয়ে গনিখানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, 'বরকতদাকে আমি শ্রদ্ধা করি। তিনি যতদিন ছিলেন ততদিন আপনারা ভোট দিয়েছেন, আমার কোনও আপত্তি নেই, বরং তাতে আমরা খুশি হয়েছি। কিন্তু, বারবার করে কেন বলুন তো? মৌসম নুরকে তে আমরা জিতিয়ে দিয়েছে। যে থাক ওদের পরিবারের একজন থাক।'

সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, 'অনেকে অনেক বড় বড় কথা বলছে, একলাখি-গাজোল ট্রেনটা কে করেছিল মনে আছে? নাকি ভুলে গেছেন। একলাখি-বালুরঘাট লাইন কে চালু করেছিল? আমি করেছিলাম, কেন ওদের ভোট দেবেন। মালদা মেডিক্যাল কলেজ, ব্রিজ, নতুন মালদা ডিভিশন, হাসপাতাল, সুপার স্পেশালাটি হাসপাতাল, ফুডপার্ক আমাদের সরকার করেছে, আমরা তৈরি করেছি। মালদার আম সারা পৃথিবী বিখ্যাত। মালদার আম যাতে ইউরোপে যায় তার ব্যবস্থা করেছি।'

মমতা বলেন, 'আরও ১০০ একর জমি পেলে মালদায় আরও বড় বিমানবন্দর করা হবে। কোচবিহারেও করে দিয়েছি। তবে সিঙ্গল ইঞ্জিন বিমান চালালে হবে না। এখানে যারা জিতেছে তারা কেউ বাংলার হয়ে কথা বলেছে। খগেনবাবুকে আপনাকে ভোট দিতাম, যদি আপনি আওযাজ তুলতেন বাংলার হয়ে। ১০০ দিনের, আবাস যোজনার টাকা বন্ধ। দিল্লিতে সরকার গড়লে আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব, বাংলায় নয়। তাই সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না।'

এরপরেই নাম না করে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, 'বলছে মাছ, ডিম, মাংস খাওয়া যাবে না। কে কী খাবে সেটা তো নিজের ব্যাপার, আপনারা কেন ধমকাবেন। আমি রয়্যাল বেঙ্গল টাইগার আছি। এখানে কেউ কিছু করতে পারবে না। সিএএ, এনআরসি করতে দেব না।'

Advertisement

Advertisement