Mamata Banerjee on Cow Urine: BJP সরকারে এলে সকালে চায়ের সঙ্গে গোমূত্র খেতে বলবে: মমতা

গোমূত্র নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনি কী খাবেন, লিখে দেবে।  সকালে, চায়ের সঙ্গে গোমূত্র খাও।' দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে হঠানোর আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement
BJP সরকারে এলে সকালে চায়ের সঙ্গে গোমূত্র খেতে বলবে: মমতামমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে হঠানোর আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
  • গোমূত্র নিয়ে বিজেপিকে নিশানা মমতার।

গোমূত্র নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনি কী খাবেন, লিখে দেবে।  সকালে, চায়ের সঙ্গে গোমূত্র খাও।' দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে হঠানোর আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

 আগামী বুধবার রামনবমী। গত বছর এই রামনবমী ঘিরে অশান্তির ঘটনা ঘটেছিল রাজ্যের বিভিন্ন অংশে। সম্প্রতি আমিষ-নিরামিষ খাওয়া নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির সময় বা শ্রাবণ মাসে মাছ-মাংস খাওয়া এবং তার ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করাকে 'মোগলদের মানসিকতা' বলে মন্তব্য করেছেন মোদী। এই আবহে গোমূত্র নিয়ে বিজেপিকে মমতার নিশানা আলাদা মাত্রা যোগ করল। 

ঠিক কী বলেছেন মমতা? 
সোমবার কোচবিহারের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'আপনি কী খাবেন, লিখে দেবে সকালে। বলবে চায়ের সঙ্গে গোমূত্র খাও। দুপুরবেলায় লিখে দেবে, বলবে গোবরের সঙ্গে কিছি মিশিযে খাও। সন্ধেবেলায় লিখে দেবে, ঠিক কী খাবেন। রাতে ক'ঘণ্টা ঘুমোবেন, সেটা ওরা ঠিক করে দেবে।'

এরপরই নবরাত্রির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'নবরাত্রি যাঁরা করেন, তাঁদের শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তী পুজো হয়। দুর্গাপুজো হয়। বাসন্তী পুজো ছোট করে হয়...ইদ হয়ে গেল। যে যার যার মতো করেন।'

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেছেন, 'এই সরকার যদি থাকে, রাজ্যগুলো থাকবে না। স্বৈরাচারী একনায়কন্ত্র প্রতিষ্ঠা হবে। এক দেশ এক নেতা। এক দেশ এক খানা।'

রামনবমীতে অশান্তি এড়াতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'ওই দিন মাথা ঠান্ডা রাখুন। আমি সংখ্যালঘু ভাইবোনদের বলব, যদি দেখেন স্লোগান দিচ্ছে, ১৭ তারিখ, ওটা ওদের অশান্তি করার দিন। আমি মনে করি, ওটা মানুষের সম্মানের দিন হোক। ঐক্যের দিন হোক। ওদের বিদায় চাইবেন। কিন্তু কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তিরক্ষা করতে হবে। ওরা চাই অশান্তি করে NIA ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়। আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়।'

Advertisement

POST A COMMENT
Advertisement