Mamata Banerjee-ISF:'সংখ্যালঘু ভোট ভাগ করা কাজ,' বাংলায় ISF-কে ওয়েইসির দলের সঙ্গে তুলনা মমতার

লোকসভা নির্বাচনের আগে আইএসএফকে নাম না করে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাথাভাঙার সভায় হায়দরাবাদের 'মিম' এর সঙ্গে আইএসএফকে এক বন্ধনীতে রাখলেন মমতা। বললেন, 'এদের কাজ হল বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করা। চক্রান্তে পা দেবেন না।' নাম না করে আইএসএফকে মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণ নয়া মাত্রা যোগ করল। 

Advertisement
'সংখ্যালঘু ভোট ভাগ করা কাজ,' বাংলায় ISF-কে ওয়েইসির দলের সঙ্গে তুলনা মমতারমমতা বন্দ্যোপাধ্যায়, নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়েইসি। (বাঁ দিক থেকে)।
হাইলাইটস
  • আইএসএফকে নাম না করে নিশানা মমতা।
  • তুলনা করলেন হায়দরাবাদের মিমের সঙ্গে।
  • বিজেপিকে আক্রমণ মমতার।

লোকসভা নির্বাচনের আগে আইএসএফকে নাম না করে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাথাভাঙার সভায় হায়দরাবাদের 'মিম' এর সঙ্গে আইএসএফকে এক বন্ধনীতে রাখলেন মমতা। বললেন, 'এদের কাজ হল বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করা। চক্রান্তে পা দেবেন না।' নাম না করে আইএসএফকে মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণ নয়া মাত্রা যোগ করল। 

ঠিক কী বলেছেন মমতা? 

আইএসএফকে আক্রমণ করে মমতা এদিন বলেন, 'বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরেকটা নতুন মুসলিমদের দল হয়েছে। যেমন হায়দরাবাদের মিম,  বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করে নেওয়া ওদের কাজ। যাতে তৃণমূল জিততে না পারে...দয়া করে ওদের চক্রান্তে পা দেবেন না।' এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন, 'ভোটের আগের দিন টাকা দেবে, বলবে ঘর করে দেব। টাকা নিয়ে কথা বলব না। আপনার অধিকার নেবেন কি, নেবেন না।'

প্রসঙ্গত, যে পেক্ষাপটে নাম না করে আইএসএফকে আক্রমণ করলেন মমতা, তা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভোটে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়বেন কিনা, এই নিয়ে গত কয়েক দিনে নানা জল্পনা দানা বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। ওই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বাম, কংগ্রেস, বিজেপি। প্রার্থী দেয়নি আইএসএফও। ফলে এই আবহে আইএসএফ প্রসঙ্গে মমতার মন্তব্য নয়া মাত্রা যোগ করল। 

কয়েক মাস আগে নওশাদ দাবি করেছিলেন, ডায়মন্ডহারবারে তিনি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন। তবে পরে নওশাদ বলেন,'প্রথম দিনে আমার যে আত্মবিশ্বাস ছিল, আজও সেই আত্মবিশ্বাসই আছে। আমি একশো শতাংশ দিয়ে ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি। শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলেই ওখানে আমি লড়াই করব। বর্তমান যিনি বিদায়ী সাংসদ আছেন, তাঁকে হারাব। ওখানে হারের কোনও প্রশ্নই নেই। আমি লড়াই করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন'।
 

Advertisement

POST A COMMENT
Advertisement