Mamata Banerjee: 'তৃণমূলের পাক্কা সিটে জল ঢেলে...' সেলিমকে 'বাজপাখি' কটাক্ষ মমতার

জঙ্গিপুরের খড়গ্রামের জনসভায় বাম-কংগ্রেস জোট নিয়ে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচারমন্ত্রীর ছবি।

Advertisement
'তৃণমূলের পাক্কা সিটে জল ঢেলে...' সেলিমকে 'বাজপাখি' কটাক্ষ মমতারজনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি-পিটিআই
হাইলাইটস
  • জঙ্গিপুরের খড়গ্রামের জনসভায় বাম-কংগ্রেস জোট নিয়ে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, 'রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচারমন্ত্রীর ছবি।

জঙ্গিপুরের খড়গ্রামের জনসভায় বাম-কংগ্রেস জোট নিয়ে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচারমন্ত্রীর ছবি। ঘুমের মধ্যে ভয় করছে। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করতে গিয়েছিল, আমি করতে দিই নি। আমি আটকে রেখছি। ক্যা পাঠিয়েছিল, আমি করতে দিইনি। পরিস্কার বলছি, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে।

মমতা আরও বলেন, 'অন্য রাজনৈতিক দলরা মনে করবেন না সবাই ভালোবেসে ভোট দিচ্ছে না। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন। মুর্শিদাবাদে কংগ্রেস পাঠিয়েছে সেলিমকে লড়তে। যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলিতে জল ঢেলে বিজেপিকে জেতানো যায়....ভুল করলে কিন্তু হবে না।' 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'ইউনিফর্ম সিভিল কোডে হিন্দুদের কোনও লাভ হবে না। মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকার ভিডিও বানায়। সংবাদ মাধ্যমকে কিনে নিয়েছে। আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে। এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। জিনিসপত্রের দাম কত বেড়েছে। ১৫ লাখ করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন। কেন দেননি, ২ কোটি বেকারের চাকরি হবে, কেন দেননি। কেন আজকে ক্যান্সার, সুগার, প্রেশার কোলেস্টেরলের ওষুধ কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন। কেন ভোট দেব। বিনাপয়সায় আমরা দিচ্ছি রেশন, আর তুমি দিচ্ছ ভাষণ।'


 

POST A COMMENT
Advertisement