প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের প্রতি তিনি সবসময়েই অনুগত থাকবেন বলে জানালেন বাবুন।
মোহনবাগানের এজিএম...
প্রসুন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বাবুন বলেন, 'মোহনবাগান AGM-এর সময়ে উনি আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন তা ভুলিনি।'
প্রসুনকে নিয়ে তিনি আরও বলেন, 'MPLAD-এর পুরো টাকা শেষ করতে পারে না। ঘরে বসে কাজ হয় না। নির্দল হলেও আমি হাওড়ায় দাঁড়াতে পারি।'
এরপর মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি বলেন, 'দিদিমণির সঙ্গে ডাইরেক্ট কথা বলব। দিদি আমার কাছে ভগবান। দিদির সঙ্গে কোনও মতভেদ নেই। দিদির কাছ থেকে আমি আশীর্বাদ চাইব। দিদির কাছে আশীর্বাদ চাইব। তবুও আমি নির্দল হয়ে দাঁড়াব।'
তিনি আরও বলেন, 'দিদিমণির সঙ্গে ডাইরেক্ট কথা বলব। দিদি আমার কাছে ভগবান। দিদির সঙ্গে কোনও মতভেদ নেই। দিদির কাছ থেকে আমি আশীর্বাদ চাইব। দিদির কাছে আশীর্বাদ চাইব। তবুও আমি নির্দল হয়ে দাঁড়াব।'
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাওড়ার লোকসভা মহলে প্রার্থী হতে চান বাবুন। প্রকাশ্যে যদিও সেভাবে তিনি কিছু বলতেন না। বাবুন বন্দ্যোপাধ্যায় IOA-এর(ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের) কর্তা। সেই সঙ্গে মোহনবাগানের ফুটবল সচিব।
অনেকদিন ধরেই প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুনের ঠান্ডা লড়াই চলছিল বলে ওয়াকিবহাল মহলের দাবি।
মোহনবাগানের AGM-এর সময়ে নজিরবিহীন ভাবে তিনি রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই সময়ে অঞ্জন মিত্র গোষ্ঠীর সঙ্গে দেবাশিষ দত্ত ও সৃঞ্জয় বসু ক্লাব রাজনীতির যে দ্বন্দ্ব, তাতে প্রথম দিকে বাবুন বন্দ্যোপাধ্যায় ছিলেন অঞ্জন মিত্র গোষ্ঠীর দিকে। পরবর্তীকালে ধীরে ধীরে দেবাশিষ দত্ত-সৃঞ্জয় বসু গোষ্ঠী শক্তিশালী হতে থাকায়, তিনি সৃঞ্জয় বসুদের দলে যোগ দেন। সেবার সচিব হন সৃঞ্জয়। হকি সচিবের পদ দেওয়া হয় বাবুন বন্দ্যোপাধ্যায়কে।