Medinipur বেছে নিল নতুন সাংসদ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর June Maliah হলেন বিজয়ী
Posted by :- Bangla Aajtak
যখন ভোট গণনা চলছে Medinipur-এ, বর্তমানে AITC-এর June Maliah এগিয়ে রয়েছে, চলুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের জাতীয় চিত্র দেখে নেওয়া যাক: {TIME} পর্যন্ত, {NATIONAL_PARTY1} হল বর্তমানে যেখানে ভোট হয়েছে 543টি নির্বাচনী এলাকার {NATIONAL_PARTY1_SEATS}টি আসনে এগিয়ে আছেন বা জিতেছেন৷ {NATIONAL_PARTY2} এগিয়ে আছে বা {NATIONAL_PARTY2_SEATS}টি আসন জিতেছে যখন {NATIONAL_PARTY3} {NATIONAL_PARTY3_SEATS}টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।