Modi 3.0 Full List Of New Ministers: মোদী ৩.০-এর মন্ত্রিসভায় ৭২ জন, দেখে নিন মন্ত্রীদের নামের সম্পূর্ণ তালিকা

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ জন। দেখে নিন তাঁদের নাম।

Advertisement
মোদী ৩.০-এর মন্ত্রিসভায় ৭২ জন, দেখে নিন মন্ত্রীদের নামের সম্পূর্ণ তালিকা মোদী ৩.০- মন্ত্রীদের তালিকা
হাইলাইটস
  • তৃতীয়বার শপথ মোদীর।
  • পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ জন।

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সে কারণে শরিকদের মন্ত্রিত্ব দিতে হয়েছে। তাই ২০১৪ এবং ২০১৯ সালের চেয়ে মন্ত্রিসভার সদস্য বেড়েছে। এবার ৭২ জন শপথ নিলেন। ২০১৪ এবং ২০১৯ সালে যা ছিল যথাক্রমে ৪৬ এবং ৫৮। একনজরে দেখে নিন মন্ত্রীদের তালিকা 

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩১ জন। তাঁরা হলেন- 

রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গড়কড়ি
জেপি নাড্ডা
শিবরাজ সিং চৌহান
নির্মলা সীতারমন
এস জয়শঙ্কর
মনোহরলাল খট্টর
এইচডি কুমারস্বামী
পীযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
জিতনরাম মাঞ্জি
রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
সর্বানন্দ সোনোয়াল
বীরেন্দ্র কুমার
কে রামমোহন নাইডু
প্রহ্লাদ জোশী
জুয়াল ওরাম
গিরিরাজ সিং
অশ্বিনী বৈষ্ণব
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভূপেন্দ্র যাদব
গজেন্দ্র সিং শেখাওয়াত
অন্নপূর্ণা দেবী
কিরেন রিজিজু
হরদীপ সিং পুরী
মনসুখ মান্ডাভিয়া
জি কিষাণ রেড্ডি
চিরাগ পাসওয়ান
সি আর পাতিল

স্বাধীনদায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

রাও ইন্দ্রজিৎ সিং
জিতেন্দ্র সিং
অর্জুন রাম মেঘওয়াল
প্রতাপরাও যাদব
জয়ন্ত চৌধুরী

প্রতিমন্ত্রী

জিতিন প্রসাদ
শ্রীপাদ যশো নায়েক
পঙ্কজ চৌধুরী
কৃষ্ণ পাল গুর্জর
রামদাস আটওয়ালে
রামনাথ ঠাকুর
নিত্যানন্দ রাই
অনুপ্রিয়া প্যাটেল
ভি সোমান্না
ডাঃ চন্দ্রশেখর পেমমাসানি
এসপি সিং বাঘেল
শোভা করন্দলাজে
কীর্তিবর্ধন সিং
বনোয়ারি লাল ভার্মা
শান্তনু ঠাকুর
সুরেশ গোপী
এল মুরুগান
অজয় তমটা
বান্দি সঞ্জয় কুমার
কমলেশ পাসোয়ান
ভগীরথ চৌধুরী
সতীশ দুবে
সঞ্জয় শেঠ
রবনীত সিং বিট্টু
দুর্গা দাস উইকে
রক্ষা খাডসে
সুকান্ত মজুমদার
সাবিত্রী ঠাকুর
তোখন সাহু
রাজ ভূষণ চৌধুরী
বি রাজু শ্রীনিবাস ভার্মা
হর্ষ মালহোত্রা
নেবুবেন বামভানিয়া
মুরলীধর মহল
জর্জ কুরিয়ান
পবিত্র মার্গেরিতা

POST A COMMENT
Advertisement