scorecardresearch
 

Mood Of The Nation Survey LIVE: লোকসভায় বাংলায় BJP ও TMC-র কড়া টক্কর, কার কটি আসন?

দেশের মানুষের মন কোন দিকে, কোন রাজ্যে কোন দল কেমন ফল করতে চলেছে লোকসভা ভোটে, মোদী সরকার কি আবার ফিরতে পারে, নাকি এবারে কুর্সি বদলের ইঙ্গিত? মুড অফ দ্য নেশন বোঝা গেল দেশের মানুষের মন। 

Advertisement
Mood of the Nation Mood of the Nation
হাইলাইটস
  • BJP-র ভোট শেয়ার বাড়ছে
  • ২০১৯ সালে কোন দলের কী পরিস্থিতি ছিল?
  • পশ্চিমবঙ্গে লোকসভায় কড়া টক্কর তৃণমূল ও বিজেপির

লোকসভা ভোট দোরগোড়ায়। দেশজুড়ে ভোটের প্রচারে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। এহেন আবহে ইন্ডিয়া টুডে-র মুড অফ দ্য নেশন (Mood of the Nation) সার্ভে সামনে এল। দেশের মানুষের মন কোন দিকে, কোন রাজ্যে কোন দল কেমন ফল করতে চলেছে লোকসভা ভোটে, মোদী সরকার কি আবার ফিরতে পারে, নাকি এবারে কুর্সি বদলের ইঙ্গিত? মুড অফ দ্য নেশন বোঝা গেল দেশের মানুষের মন। সব রাজ্যের আপডেট রইল।

পশ্চিমবঙ্গে লোকসভায় কড়া টক্কর তৃণমূল ও বিজেপির

মুড অফ দ্য নেশন-এর সার্ভে বলছে, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি ভাল পারফর্ম করতে পারে। ১৯টি আসনে বিজেপি জিততে পারে বিজেপি। তৃণমূল জিততে পারে ২২টি আসনে। পশ্চিমবঙ্গে লোকসভায় মোট আসন ৪২টি।

তেলঙ্গানায় কংগ্রেসের রমরমা

তেলঙ্গানায় লোকসভা ভোটে বিজেপি ২১.১ শতাংশ, কংগ্রেস ৪১.২ শতাংশ, বিআরএস ২৯.১ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ১০টি আসন, বিজেপি পেতে পারে তিনটি আসন। বিআরএস ৩টি আসন ও AIMIM  ১টি আসন পেতে পারে।

রাজস্থানে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি

ইন্ডিয়া টুডে-C Voter-এর মুড অফ দ্য নেশন সার্ভে বলছে, বিজেপি রাজস্থানে একক সংখ্যাগরিষ্ঠতা। ২৫ আসনের মধ্যে ২৫টি আসনেই পদ্ম ফুটবে। 

মধ্যপ্রদেশ ২৭টি আসন বিজেপির

মুড অফ দ্য নেশন সার্ভে বলছে, মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ২৭টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র দুটি আসন। গতবার একটি আসনই পেয়েছিল কংগ্রেস। এবারে আরও একটি আসন বাড়ছে।

হিমাচলপ্রদেশে শূন্য কংগ্রেস

হিমাচলপ্রদেশে লোকসভায় ৪টি আসন। মুড অফ দ্য নেশন অনুযায়ী, বিজেপি সব আসনেই জয় পেতে পারেন। হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার। এবারের লোকসভা নির্বাচনে শূন্য আসন কংগ্রেসের। ভোট শেয়ারে দেখা যাচ্ছে, বিজেপি পাচ্ছে ৬০ শতাংশ আসন, কংগ্রেস পাচ্ছে ২৯ শতাংশ। অন্যান্যরা পাচ্ছে ১১ শতাংশ ভোট।

Advertisement

হরিয়ানায় খাতা খুলছে কংগ্রেস

মুড অফ দ্য নেশন সার্ভে অনুযায়ী, হরিয়ানায় ১০ আসনের মধ্যে ৮টি পেতে পারে বিজেপি। কংগ্রেস পাচ্ছে দুটি আসন। গতবারের লোকসভা নির্বাচনে একটি আসনও পায়নি কংগ্রেস।

উত্তরাখণ্ডে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি

উত্তরাখণ্ডে ২০১৪ সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, সব কটিতেই জিতেছে বিজেপি। মুড অফ দ্য নেশন-এর সার্ভে বলছে, উত্তরাখণ্ডে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে লোকসভা ভোটে। বিজেপি-র ভোটশেয়ার ৫৮.৬ শতাংশ পাবে। কংগ্রেস পেতে পারে ৩২ শতাংশ ভোট। 

পঞ্জাবে AAP পাচ্ছে ৫টি আসন

লোকসভা ভোটে পঞ্জাবে ১৩টি আসনের মধ্যে আম আদমি পার্টির ভোট শেয়ার ২৭.২ শতাংশ হবে। গত লোকসভা নির্বাচনে পঞ্জাবে আপ পেয়েছিল একটি আসন। এবারে তা বেড়ে হবে ৫টি। কংগ্রেস পাবে ৩৭.৬ শতাংশ, বিজেপি পাবে ১৬.৯ শতাংশ ভোট, অকালি দল ১৪.৪ শতাংশ ও ৩.৯ শতাংশ ভোট শেয়ার অন্যান্য দল পাবে।  

BJP-র ভোট শেয়ার বাড়ছে

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সার্ভে চলে এসেছে। উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে, বড়সড় জয়ের পথে বিজেপি। Mood of the Nation সার্ভে বলছে, উত্তরপ্রদেশে ভোট শতাংশ বাড়ছে বিজেপি-র। উত্তরপ্রদেশে ৪৯ থেকে ৫২ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। এই শতাংশের ভোট পেলে ৭০টি আসন দখলে যাবে বিজেপি-র। সেখানে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ভাগ্যে জুটবে যথাক্রমে ১টি ও ৭টি আসন। মায়াবতীর দল বিএসপি একটি আসনও পাবে না। অনুপ্রিয়া প্যাটেলের পার্টি আপনা দল পেতে পারে দুটি আসন। আপনা দল এনডিএ জোটেরই শরিক।

২০১৯ সালে কোন দলের কী পরিস্থিতি ছিল?

সার্ভে বলছে, উত্তরপ্রদেশে কংগ্রেস পেতে পারে ৫.৫ শতাংশ ভোট ও সমাজবাদী পার্টি পেতে পারে ৩০.১ শতাংশ ভোট। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৪৯.৯৭ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৬.৩৬ শতাংশ ভোট। সমাজবাদী পার্টি পেয়েছিল ১৮.১১ শতাংশ ভোট।  

৮০টির বেশি আসন পাবে বিজেপি: কেশব মৌর্য 

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য India Today ও C Voter-এর এই সার্ভে নিয়ে জানালেন, বিজেপি এবার উত্তরপ্রদেশে ৮০-র নীচে আসন পাবে না। ৮০ বা ৮০টি আসনের বেশি আসনে জিতবে বিজেপি। 

প্রসঙ্গত, বর্তমানে ভারতে মাত্র ৩টি রাজ্যে কংগ্রেস শাসিত সরকার। কর্নাটক, হিমাচলপ্রদেশ ও তেলঙ্গানা। এছাড়া দুটি রাজ্য, ঝাড়খণ্ড ও তামিলনাড়ুতে কংগ্রেসের জোট সরকার। ৮টি রাজ্যে অন্য দলের সরকার রয়েছে। 
 

Advertisement