scorecardresearch
 

JP Nadda On Modi : 'মোদীর আমলে দেশ উন্নতির শিখরে', সংসদীয় দলের বৈঠকে নাড্ডা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই দেশের সবথেকে বেশি উন্নতি হয়েছে। গত ১০ বছরে দেশ বিকশিত হয়েছে। উন্নয়ন হয়েছে। NDA-র বৈঠকে সংসদীয় বৈঠকে দাবি করলেন জেপি নাড্ডা।

Advertisement
JP Nadda JP Nadda
হাইলাইটস
  • মোদীর আমলেই দেশের সবথেকে বেশি উন্নতি হয়েছে
  • গত ১০ বছরে দেশ বিকশিত হয়েছে
  • বললেন জেপি নাড্ডা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই দেশের সবথেকে বেশি উন্নতি হয়েছে। গত ১০ বছরে দেশ বিকশিত হয়েছে। উন্নয়ন হয়েছে। NDA-র বৈঠকে সংসদীয় বৈঠকে দাবি করলেন জেপি নাড্ডা। তারপর রাজনাথ সিং বৈঠকে  সংসদীয় দলের নেতা হিসেবে মোদীর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন  অমিত শাহ, নীতিন গড়কড়িরা। 

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সংসদীয় দলের বৈঠকে বলেন, 'আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই, যিনি প্রতিটি মুহূর্ত জাতির সেবায় ব্যয় করেছেন। এই কারণেই ভারত আজ ইতিহাস তৈরি করছে এবং এনডিএ গঠন করছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে।'

জেপি নাড্ডা আরও বলেন, 'গত ২০ বছর ধরে দেশের উন্নতিতে কাজ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। গত ২ লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবারও এনডিএ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। আমরা এবছর ওড়িশাতেও সরকার গঠন করেছি৷ অরুণাচল প্রদেশেও আমরা তৃতীয়বার আমাদের সরকার গঠন করেছি। সিকিমেও এনডিএ সরকার গঠন করতে চলেছে। আমাদের মনে আছে ১০ বছর আগে ভারত সম্পর্কে বলা হয়েছিল, এই দেশের কিছুই পরিবর্তন হবে না। তবে গত ১০ বছরে দেশের অনেক পরিবর্তন হয়েছে। গোটা বিশ্বের কাছে ভারতের উচ্চাকাঙ্খা এখন অনেক বেশি। ভারত এখন অনেক বেশি পরিণত দেশ। আমাদের লক্ষ্য থাকবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।' 

আরও পড়ুন

প্রসঙ্গত, এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত করার পক্ষে প্রস্তাব রাখেন নরেন্দ্র মোদী। শুক্রবার পুরোনো সংসদ ভবনে এনডি সংসদীয় দলের বৈঠকে রাজনাথ সিং এই প্রস্তাব পেশ করেন। এ সময় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের সময় মঞ্চে উপস্থিত ছিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এ সময় বিজেপি সাংসদ রাজনাথ সিং বলেন, 'আমি সব নবনির্বাচিত সাংসদকে অভিনন্দন জানাতে চাই। আজ আমরা এখানে এনডিএ নেতা নির্বাচন করতে এসেছি। আমি বিশ্বাস করি যে এই সমস্ত পদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সবচেয়ে উপযুক্ত।'

Advertisement

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র হাতে ২৯৩ আসন পেয়েছে। ২৪০ আসন জিতে বিজেপি নিজেকে দেশের সব থেকে বড়  দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আসনের নিরিখে, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬ টি আসন নিয়ে এনডিএতে দ্বিতীয় স্থানে রয়েছে এবং ১২ আসন নিয়ে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) তৃতীয় স্থানে রয়েছে।

Advertisement