scorecardresearch
 

North Bengal Lok Sabha Election Result 2024 Live: উত্তরে ৬ আসনে দখল রাখল বিজেপি, পিছিয়ে নিশীথ, মালদা দক্ষিণে কংগ্রেসের ১ আসনে মুখরক্ষা

উত্তরবঙ্গ হেভিওয়েট লোকসভা কেন্দ্রের আজ, মঙ্গলবার ভাগ্য নির্ধারণ। কোচবিহারে এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দার্জিলিংয়ে এগিয়ে রাজু বিস্তা। বালুরঘাটে পিছিয়ে সুকান্ত মজুমদার। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। bangla.aajtak.in-এ দেখুন সব ফলাফল।

Advertisement
উত্তরবঙ্গের ফল উত্তরবঙ্গের ফল

North Bengal Lok Sabha Election Result 2024 Live Updates: উত্তরবঙ্গ হেভিওয়েট লোকসভা কেন্দ্রের আজ, মঙ্গলবার ভাগ্য নির্ধারণ। এবার বিজেপির গড়ে থাবা বসাতে পারবে তৃণমূল? আজই আসবে তার ফল। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গত ১৯ এপ্রিল ভোট হয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে, এরপর ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। ৭ মে নির্বাচন হয় মালদা উত্তর, মালদহ দক্ষিণ। আর কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা। bangla.aajtak.in-এ দেখুন সব ফলাফল।

প্রার্থী কারা?
লোকসভা ২০২৪ নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা বনাম তৃণমূলের প্রকাশ চিক বরাইক। দার্জিলিং কেন্দ্রে লড়াই হবে তৃমমূলের গোপাল লামা বনাম রাজু বিস্তার। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মুণীশ তামাং।রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বনাম বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের লড়াই। বালুরঘাটে হেভিওয়েট প্রার্থী সুকান্ত মজুমদার। মালদা উত্তরে তৃণমূলের প্রসূণ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণের আসনে এবার ত্রিমুখী লড়াই। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ও তৃণমূল  প্রার্থী শাহনেওয়াজ আলি রায়হান।

লাইভ আপডেট

পিছিয়ে নিশীথ

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা। বালুরঘাটে এগিয়ে সুকান্ত মজুমদার। কোচবিহারে এগিয়ে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া, পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দার্জিলিংয়ে এগিয়ে বিজেপির রাজু বিস্তা, তৃণমূল প্রার্থী গোপাল লামা বেশ খানিকটা পিছিয়ে। জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, পিছিয়ে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। মালদা দক্ষিণে কংগ্রেসের ইসা খান চৌধুরি এগিয়ে, পিছিয়ে বিজেপির শ্রীরূপা। মালদা উত্তরে এগিয়ে বিজেপির খগেন মুর্মু, পিছিয়ে প্রসূণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

আলিপুরদুয়ারে ৭,৪৭৮টি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। কোচবিহারে ৫,২৯১ ভোটে পিছিয়ে নিশীথ প্রামাণিক। জলপাইগুড়িতে ৫৬,৮৯২টি ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী। 

এগিয়ে কংগ্রেস 

মালদা দক্ষিণে ১১, ২২৪ ভোটে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী।  

জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি 

জলপাইগুড়িতে ১১,৯০৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়। 

পিছিয়ে সুকান্ত মজুমদার 

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বালুরঘাটে ৬৫৩১ ভোটে পিছিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। 

আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূল কংগ্রেস 

আলিপুরদুয়ারে ৮২৫ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক।  

পিছিয়ে নিশীথ

কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিজেপির নিশীথ প্রামাণিক আপাতত পিছিয়ে। দার্জিলিংয়ে এগিয়ে গোপাল লামা। মালদা উত্তরে এগিয়ে খগেন মুর্মু। আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।

রায়গঞ্জে এগিয়ে তৃণমূল

রায়গঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী।

মালদায় আঁটসাঁট নিরাপত্তা
মালদায় লোকসভা নির্বাচনের দুটি গণনা কেন্দ্রে নিরাপত্তা রীতিমতো আঁটোসাঁটো করা হয়েছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আগে থেকেই ইভিএম মেশিন প্রহরায় রয়েছে।

বৃষ্টিতে ছাতা মাথায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
সকাল থেকেই বৃষ্টি ফলে নাজেহাল ভোট গননার সাথে যুক্ত সকলেই। যদিও বৃষ্টির মধ্যে দেখা গেলো বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে।

ভুয়ো কাউন্টিং অফিসার
ভুয়ো কাউন্টিং অফিসার গণনা কেন্দ্রে, অভিযোগ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। রানাঘাট কলেজে গণনা চলছে।

কোচবিহারে এগিয়ে নিশীথ প্রামাণিক 

কোচবিহারে এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি 
দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। দ্বিতীয় স্থানে SUCI প্রার্থী।

সকাল ৯টা পর্যন্ত আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি

গণনা শুরুর পর বালুরঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। দ্বিতীয় স্থানে SUCI প্রার্থী। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। দ্বিতীয় স্থানে SUCI প্রার্থী।

 

Advertisement