scorecardresearch
 

PM Modi Attacks Sam Pitroda: মা-বাবার সম্পত্তি সরকারেরও? পিত্রোদা-মন্তব্যে কংগ্রেসকে টার্গেট মোদীর

লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার এক মন্তব্য ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। মৃত্যুর পর কোনও ব্যক্তির অর্জিত সম্পদের অর্ধেক সরকারকে দান করা উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছেন স্যাম। এই প্রসঙ্গে আমেরিকায়  'ইনহেরিটেন্স ট্যাক্স' (উত্তরাধিকার কর)-এর কথা তুলে ধরেছেন স্যাম। এই নিয়ে এবার কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'মৃত্যুর পর মানুষকে লুট করতে চায় ওরা।' স্যামকে নিশানা করেছেন অমিত শাহও। 

Advertisement
নরেন্দ্র মোদী, স্যাম পিত্রোদা। নরেন্দ্র মোদী, স্যাম পিত্রোদা।
হাইলাইটস
  • কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার এক মন্তব্য ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।
  • কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার এক মন্তব্য ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।
  • স্যামকে নিশানা করেছেন অমিত শাহও। 

লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার এক মন্তব্য ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। মৃত্যুর পর কোনও ব্যক্তির অর্জিত সম্পদের অর্ধেক সরকারকে দান করা উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছেন স্যাম। এই প্রসঙ্গে আমেরিকায়  'ইনহেরিটেন্স ট্যাক্স' (উত্তরাধিকার কর)-এর কথা তুলে ধরেছেন স্যাম। এই নিয়ে এবার কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'মৃত্যুর পর মানুষকে লুট করতে চায় ওরা।' স্যামকে নিশানা করেছেন অমিত শাহও। 

কী বলেছেন প্রধানমন্ত্রী? 

বুধবার ছত্তীশগড়ের সুরগুজা এলাকায় সভায় মোদী বলেন, 'যুবরাজের (রাহুল গান্ধীকে এই নামেই সম্বোধন করেন) উপদেষ্টা এবং রাজ পরিবার কিছু সময় আগে বলেছেন যে, মধ্যবিত্তদের উপর আরও কর চাপানো হবে। কংগ্রেস বলেছে, তারা উত্তরাধিকার কর চাপাবে। আপনার কষ্টে অর্জন করা সম্পদ আপনার সন্তানরা পাবেন না। কংগ্রেস তা ছিনিয়ে নেবে।' এরপরেই মোদী বলেন, 'কংগ্রেসের একটাই মন্ত্র, বেঁচে থাকলেও লুট করব, মরে গেলেও লুট করব।'

আরও পড়ুন


কী বলেছেন শাহ?

স্যাম পিত্রোদাকে আক্রমণ করেছেন অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'আমার বিশ্বাস, কংগ্রেস এটা প্রত্যাহার করে নেবে। স্যাম পিত্রোদার বক্তব্য গুরুত্ব সহকারে ভেবে দেখা উচিত দেশবাসীর। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, দেশের কাছে কংগ্রেসের আসল অভিসন্ধি কী।'

কী বলেছেন স্যাম পিত্রোদা? 

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, তাঁর দল ক্ষমতায় এলে একটা সমীক্ষা করা হবে। তাতে দেখা হবে, কার কত সম্পত্তি রয়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি পিত্রোদা  আমেরিকায় ইনহেরিটেন্স ট্যাক্সের প্রসঙ্গ তোলেন। তিনি জানান যে, যদি কোনও ব্যাক্তির ১০০ মিলিয়ন ডলার সম্পত্তি থাকে, তা হলে তাঁর মৃত্যুর পর ৪৫ শতাংশ সম্পত্তি তাঁর সন্তানরা পাবেন। বাকি ৫৫ শতাংশ সম্পত্তি সরকারের কাছে যাবে। 
এরপরই পিত্রোদা বলেন, 'এটা দারুণ আইন। এই আইনে বলা হয়েছে যে, আপনার যত সম্পত্তি রয়েছে, মৃত্যুর পর তা সরকারকে দেবেন। পুরোটা নয়, অর্ধেক। আমার মনে হয় এটা ঠিক। কিন্তু ভারতে এমন কোনও নিয়ম নেই। এখানে কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর সব সম্পত্তি তাঁর সন্তানরা পাবেন। সরকারের জন্য কিছু থাকবে না। আমার মনে হয়, এটা নিয়ে ভাবা উচিত।'
 

Advertisement

Advertisement