scorecardresearch
 

PM Narendra Modi On ED-CBI : 'রেলের টিসি টিকিট না চেক করলে কী করবে?' ED-র সক্রিয়তা নিয়ে PM মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি-র প্রসঙ্গে বলেন, '২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কাজ করা হয়নি কেন? রেলওয়ের টিকিট চেকার থাকলে তিনি টিকিট চেক করবেন না, তাহলে রাখার কী দরকার?

Advertisement
PM Modi Interview PM Modi Interview
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি-র প্রসঙ্গে কথা বললেন
  • জানালেন, ইডি নিজের কাজ করছে, তারা নিজের মতোই কাজ করে।

লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যে aajtak-কে একান্ত সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। বিনা বিতর্কে সংসদে বিল পাশ করার অভিযোগ একাধিকবার তুলেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমরা বারবার সংসদে বিতর্কের জন্য বলছি। কিন্তু তাদের বলার কিছু থাকে না। বলার কেউ নেই। যারা নতুন সাংসদ এসেছেন তাঁরা সবাই আমার কাছে এসে বলছেন স্যার, আমাদের পাঁচ বছর নষ্ট হয়ে গেছে। আমরা সংসদে একটা কথাও বলতে পারিনি। আমি বিরোধী দলের কথা বলছি। আমি তাঁদের নেতাদের বলেছি, আপনারা তরুণ সাংসদদের এক ঘণ্টা সময় দিন, সুযোগ দিন। 

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত এই কংগ্রেসের কাছে গণতন্ত্রে থাকা মানে পরিবারবাদের পুজো করা। আজও কংগ্রেস মানতে রাজি নয় যে, ২০১৪ সাল থেকে দেশে নতুন সরকার এসেছিল। নতুন একজন  প্রধানমন্ত্রী হয়েছেন। যিনি দেশকে চালাচ্ছেন।' 

প্রতিষ্ঠানের অপব্যবহারের অভিযোগে কী বললেন? 

আরও পড়ুন

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার বিরোধীদের অভিযোগের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, 'প্রণব মুখার্জির বইতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি আমার সঙ্গে যে কাজ করেছেন তা গণতান্ত্রিক পদ্ধতিতে করেছেন। তিনি রাষ্ট্রপতি পদের মর্যাদা কতটা বাড়িয়েছেন। আমাদের বিরুদ্ধে অভিযোগ, সরকার নাকি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে। তার মানে কি এটা ধরে নিতে হবে যে, আগে কিছু লোক ছিল যারা বিচার বিভাগকে পরিচালনা করতেন। এবং সেই প্রতিষ্ঠান ভালো ছিল? আমি কেন পরিচালনা করব? আইন আইনের মতো কাজ করে। বিচারব্যবস্থার নিজস্ব কাজ করার প্রক্রিয়া রয়েছে।' 

ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের মতো সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগে, প্রধানমন্ত্রী মোদী জবাব দেন, 'এসব বলে সরকারকে থামানো যাবে না। যেমন আমি বলি যে, ওটা একটা পারিবারিক পার্টি।  একই পরিবারের দশজন রাজনৈতিক জীবনে এলে আমি তাকে খারাপ বলি না। চারজন খুব উৎসাহ নিয়ে এগিয়ে গেলে আমার খারাপ লাগে না। কিন্তু দলকে যখন তারাই নিয়ন্ত্রণ করে তখন প্রশ্ন ওঠে।' 

Advertisement

তিনি বলেন, '২০ বছর আগের খবর কেমন ছিল? কালোবাজারে তল্লাশি হয়েছে, অভিযান হয়েছে, এত জিনিস ধরা পড়েছে, এত চিনি ধরা পড়েছে, এখন কি সেসব খবর আসে? আসে না। কারণ আইনে যে পরিবর্তন এসেছে এবং কর ব্যবস্থায় পরিবর্তন এসেছে, তাতে ভারতের জনজীবনে কালোবাজারির জগৎ বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রেক্ষাগৃহেও কালোবাজারির কথা শোনা যায় না।' 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি-র প্রসঙ্গে বলেন, '২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কাজ করা হয়নি কেন? রেলওয়ের টিকিট চেকার থাকলে তিনি টিকিট চেক করবেন না, তাহলে রাখার কী দরকার? ED-র যা ক্ষমতা বা আইন ছিল, তাই আছে। আমি আইন পরিবর্তন করিনি। আমি ইডিও করিনি।' 
 

Advertisement