বাংলা ছবিতে এক সময় তুফান তুলেছিলেন তিনি।প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পর টলিপাড়ায় যে নতুন হিট জুটি তৈরি হয়েছিল, সেই জুটির অন্যতম মুখ তিনি। আবার, সেলুলয়েড ছেড়ে সেই তিনি যখন টেলিভিশনে পদার্পণ করলেন, তখনও ঝড় উঠল। তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলা এবং ওড়িয়া ছবির সুপারহিট নায়িকা প্রথমবার ভোটের যুদ্ধে শামিল হয়েছেন। এবছর লোকসভা নির্বাচনে জোড়াফুল প্রতীকে লড়ছেন হুগলি থেকে। 'দিদি নং ১'-কে ঘিরে প্রথম থেকেই আলোচনা চলছে। প্রায় রোজদিনই রচনার বক্তব্য, হাসি ভাইরাল হচ্ছে। এবার রচনার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এল। যা দেখে চমকে যাবেন।
সোমবার ২৯ এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামা জমা দেন হুগলি কেন্দ্রের এবারের তৃণমূলের এই তারকা প্রার্থী। সেই হলফনামা দেখেই রচনার বিষয়-আশয় জানা গিয়েছে। সম্পত্তির তালিকায় কী নেই! গাড়ি-বাড়ি থেকে গয়না, কয়েক কোটির মালকিন দিদি নং ১। তা হলে জেনে নিন, রচনার সম্পত্তি কত?
রচনার সম্পত্তি:
* হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয়ের অঙ্ক ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা।
এই অর্থবর্ষে রচনার স্বামী প্রবাল বসুর আয় ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা।
* ২৯ এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লক্ষ টাকা।
* কলকাতার বিভিন্ন শাখায় রচনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গচ্ছিত রয়েছে।
* রচনার ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লক্ষ ৬৩ হাজার টাকা।
* ২০২২ সালে রচনার কেনা আর একটি গাড়ির দাম ১১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা।
* রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা।
* রচনার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা।
* মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা।
রচনার শিক্ষাগত যোগ্যতা
১৯৯২ সালে ন্যাশনাল গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অভিনেত্রী। তারপরেই পা রাখেন ছবির দুনিয়ায়।