scorecardresearch
 

Vote Result Share Market: 'হারের ধাক্কা সামলাতে পারছেন না,' রাহুলের 'শেয়ার কেলেঙ্কারি'র অভিযোগে পাল্টা জবাব BJP-র

'রাহুল গান্ধী ভোটের ক্ষতি সামাল দিতে পারবেন না': বিজেপি 'বাজার কেলেঙ্কারি' অভিযোগে পাল্টা আঘাত করেছে

Advertisement
রাহুল গান্ধীর পাল্টা জবাব BJP নেতার রাহুল গান্ধীর পাল্টা জবাব BJP নেতার
হাইলাইটস
  • লোকসভা ভোটে BJP-র ফলাফল আর শেয়ার বাজারে পতন- 'ক্রোনোলজি' বুঝিয়েছিলেন রাহুল গান্ধী।
  • । তবে সেই বাখ্যা উড়িয়ে দিলেন পীযূষ গোয়েল। 
  • বিজেপি নেতা তথা বিদায়ী কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দাবি, 'নির্বাচনে INDIA-র হেরে যাওয়ার ধাক্কাটা কংগ্রেস সাংসদ নিতে পারছেন না।'

লোকসভা ভোটে BJP-র ফলাফল আর শেয়ার বাজারে পতন- 'ক্রোনোলজি' বুঝিয়েছিলেন রাহুল গান্ধী। তবে সেই বাখ্যা উড়িয়ে দিলেন পীযূষ গোয়েল। বিজেপি নেতা তথা বিদায়ী কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দাবি, 'নির্বাচনে INDIA-র হেরে যাওয়ার ধাক্কাটা কংগ্রেস সাংসদ নিতে পারছেন না। তাই এই ধরনের মন্তব্য করছেন।'

এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ভোট গণনার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য মন্ত্রীদের কথাবার্তায় স্টক মার্কেটে হু-হু করে শেয়ারের দাম বাড়ছিল। নির্বাচনের ফলাফল বের হতেই স্টক মার্কেটে ধস নামে। এর ফলে বিনিয়োগকারীদের বিশাল ক্ষতি হয়। এটিকে 'সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারি' বলেও অভিহিত করে রাহুল গান্ধী তদন্তের আহ্বান জানান।

এর জবাবে পীযূষ গোয়েল বলেন, 'মনে হচ্ছে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে বিরোধীদের পরাজয়ের ধাক্কাটা নিতে পারেননি। এখন, তিনি বাজারের বিনিয়োগকারীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। সারা বিশ্ব এটা স্বীকার করে যে আমরা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি।'

আরও পড়ুন

রাহুল গান্ধী দাবি করেছিলেন, 'এক্সিট পোলের পরে, বিদেশী বিনিয়োগকারীরা চড়া দামে স্টক কিনেছিল। এদিকে ভারতীয় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে এবং মুনাফা তুলে নেয়।'

পীযূষ গোয়েল রাহুল গান্ধীর বিরুদ্ধে 'বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্রের' অভিযোগ করেছেন।

'UPA সরকারের সময়কার ৬৭ লক্ষ কোটি থেকে বেড়ে আজ ভারতের মার্কেট ক্যাপ ৪১৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এর ফলে ডোমেস্টিক এবং খুচরা বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন,' বলেন তিনি।

BJP সরকারের অধীনে শেয়ার বাজার অনেক স্থিতিশীলভাবে বেড়েছে বলে দাবি করেন পীযূষ গোয়েল। 'মোদী সরকারের গত ১০ বছরে, এই প্রথমবারের মতো আমাদের মার্কেট ক্যাপ ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ ভারতের ইকুইটি মার্কেট ক্যাপ বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতির মধ্যেু স্থান পেয়েছে... আমরা এটাও জানি যে বাজারে তালিকাভুক্ত PSU-গুলির মার্কেট ক্যাপ মোদী সরকারের আমলে ৪ গুণ বেড়েছে...' বলেন পীযূষ গোয়েল।

Advertisement

৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হতেই তাবড় শেয়ারে ধস নামে। বলা হচ্ছে, বিভিন্ন এক্সিট পোল, আন্দাজ অনুযায়ী যতটা আশা করা হচ্ছিল, BJP ততটা সিট পায়নি। সেই কারণেই এক লাফে বাজারে ধস নামে।

Advertisement