Sandeshkhali: বসিরহাটে TMC-র নুরুল এগিয়ে, সন্দেশখালিতে ব্যাপক মারধর-অশান্তির অভিযোগ

ভোটের গণনা শেষ হওয়ার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। সূত্রের খবর, সেখানকার বামনগিরি এলাকায় আগারহাটিতে ব্যাপক অশান্তি শুরু হয়েছে। অভিযোগ, তৃণমূলের তরফে হামলা চালানো হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকদের। কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তাল হয়ে উঠছে সন্দেশখালি।

Advertisement
বসিরহাটে TMC-র নুরুল এগিয়ে, সন্দেশখালিতে ব্যাপক মারধর-অশান্তির অভিযোগসন্দেশখালিতে অশান্তির অভিযোগ। নিজস্ব ছবি
হাইলাইটস
  • ভোটের গণনা শেষ হওয়ার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি।
  • সূত্রের খবর, সেখানকার বামনগিরি এলাকায় আগারহাটিতে ব্যাপক অশান্তি শুরু হয়েছে।

ভোটের গণনা শেষ হওয়ার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। সূত্রের খবর, সেখানকার বামনগিরি এলাকায় আগারহাটিতে ব্যাপক অশান্তি শুরু হয়েছে। অভিযোগ, তৃণমূলের তরফে হামলা চালানো হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকদের। কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তাল হয়ে উঠছে সন্দেশখালি। সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

এদিকে, দুপুর দুটো পর্যন্ত বসিরহাট কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সেখ নুরুল ইসলাম। ১ লক্ষ ৭৫ হাজার ৬০৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এপর্যন্ত তাঁর মোট প্রাপ্ত ভোট ৩ লক্ষ ২০ হাজার ৪৭৯। বিজেপি প্রার্থী রেখা পাত্র ১ লক্ষ ৭৫ হাজার ৬০৭ ভোটে পিছিয়ে রয়েছেন। সিপিএম প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ৫৩১ ভোট। তিনি ২ লক্ষ ৯২ হাজার ৯৪৮ভোট।

এবছর লোকসভা নির্বাচনের কেন্দ্র হিসেবে সন্দেশখালি। প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেফতার হলেও, এই কেন্দ্রের হিংসা, অশান্তি কমেনি। গত পয়লা জুনে এখানে অশান্তি নিয়েই নির্বাচন শেষ হয়েছিল। এদিন সকাল থেকে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালি ১ নং ব্লকের ন্যাজাটের অন্তর্গত ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সন্দেশখালিতে অবরোধ, আগুন, পুলিশকে ইট-এসবই দেখা যাচ্ছিল ক'য়েকদিন ধরে। পাল্টা চলেছিল পুলিশের লাঠিচার্জ। গত শনিবার শেষদফার ভোটে এভাবেই বারে বারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির একাধিক এলাকা। গণনার দিনও একাধিক এলাকা থেকে অশান্তির খবর আসছে।

 

POST A COMMENT
Advertisement