Suvendu Adhikary Sandeshkhali: সপ্তম ও শেষ দফার ভোটের আগে সন্দেশখালিতে ফের উত্তেজনা। ভোটের আগের রাতেই পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লেখেন, 'নির্বাচনের আগে সন্দেশখালিকে দমন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ মরিয়া প্রচেষ্টা। সাধারণ পোশাকে 'চপ্পল পরা' পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা ভোটারদের, বিশেষ করে মহিলাদের ভয় দেখানোর জন্য সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তবে সন্দেশখালী বিধানসভা নির্বাচনী এলাকার বারমোজুর 2 এলাকায় সন্দেশখালির সাহসী মহিলারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বসিরহাট সংসদীয় আসনের ভোটাররা আগামিকাল ভোট দেবেন। পুলিশ ক্ষমতাসীন দলের জন্য সাধ্যমত চেষ্টা চালাচ্ছে।'
এর সঙ্গে কিছু ভিডিও-ও প্রকাশ করে শুভেন্দু শাসক দলের বিরুদ্ধে পুলিশ দিয়ে 'ভয় দেখানোর' অভিযোগ তুলেছেন।
দেখুন তাঁর পোস্ট:
Mamata Banerjee's last ditch desperate attempt to suppress Sandeshkhali before Election.
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 31, 2024
"Chappal wearing" Police personnel & Civic Volunteers in plain clothes are roaming around in different areas of Sandeshkhali in order to intimidate and threaten Voters, especially women.… pic.twitter.com/3SjeYfTMVT
উল্লেখ্য, ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আর এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। সন্দেশখালিতে মহিলাদের নির্যাতনের অভিযোগ তুলে ভোট আবহের শুরু থেকে সরব হয় বিজেপি। শাসকদলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনে তারা। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এসে কেন্দ্রীয় সংস্থা আক্রান্ত হওয়ার পর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে সন্দেশখালি। পরে পুরো বিষয়টা মহিলাদের নির্যাতনের অভিযোগ ও তার প্রতিবাদের দিকে মোড় নেয়। এরপর ভোটের আগে সেখান থেকে প্রতিবাদী মুখ হিসাবে রেখা পাত্রকে প্রার্থী হিসাবে দাঁড় করায় বিজেপি।
শনিবার, ১ জুন সকালেই ভোট প্রক্রিয়ার তদারকিতে, পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন রেখা পাত্র। সংবাদমাধ্যমকে তিনি জানান, 'আমরা ২০১১ সাল থেকে ভোট দিতে পারিনি। কিন্তু আজ আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি যে আমরা ভোট দিতে পারব... ঈশ্বর আমাদের সঙ্গে আছেন... সন্দেশখালির মানুষ একসঙ্গে আছেন, শুধু সন্দেশখালি নয়, বসিরঘাটের প্রতিটি পরিবার আমাদের পরিবার এবং আমরা তাঁদের সঙ্গে আছি, আমার পূর্ণ বিশ্বাস তাঁরাও আমাদের সমর্থন করবেন।'