scorecardresearch
 

Arjun Singh-Partha Bhowmick: 'বার বার দল বদলালে...', অর্জুনকে বিশেষ পরামর্শ 'বন্ধু' পার্থর

তৃণমূলে তিনি থাকবেন কিনা, তা শীঘ্রই সকলে জানতে পারবেন বলে মন্তব্য করেছেন অর্জুন। এই প্রেক্ষাপটে অর্জুনকে পরামর্শ দিলেন তাঁর 'বন্ধু' তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বলেছেন, 'বার বার দল বদল করে মানুষের বিশ্বাস চলে যায়।'

Advertisement
অর্জুন সিংকে পরামর্শ পার্থ ভৌমিকের। অর্জুন সিংকে পরামর্শ পার্থ ভৌমিকের।
হাইলাইটস
  • আবার দল বদল করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
  • অর্জুনের অফিসে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি।
  • মুখ খুললেন পার্থ ভৌমিক।

লোকসভা নির্বাচনের আগে আবার দল বদল করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সকাল থেকে এই জল্পনা আরও জোরালো হয়েছে। একপ্রকার নিজে মুখেই ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন। বলেছেন, 'তৃণমূলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তাই দল আমায় ছুড়ে ফেলে দিয়েছে। দলের উপর বিশ্বাস ভেঙে গিয়েছে।' তাঁর 'গলা কাটা হয়েছে' বলেও মন্তব্য করেছেন অর্জুন। এমনকি, অর্জুনের অফিস থেকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাপাধ্যায়ের ছবি সরিয়ে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। তৃণমূলে তিনি থাকবেন কিনা, তা শীঘ্রই সকলে জানতে পারবেন বলে মন্তব্য করেছেন অর্জুন। এই প্রেক্ষাপটে অর্জুনকে পরামর্শ দিলেন তাঁর 'বন্ধু' তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বলেছেন, 'বার বার দল বদল করে মানুষের বিশ্বাস চলে যায়।'

অর্জুনকে কী বলেছেন পার্থ? 

অর্জুনের দলবদলের জল্পনা প্রসঙ্গে পার্থ বলেন, 'অর্জুন বুদ্ধিমান ছেলে। আমার মনে হয় না বার বার দল বদল করে ও নিজেকে অবিশ্বাসের পাত্র করে তুলতে চাইবে। বার বার দল বদলালে মানুষ তাঁর উপর বিশ্বাস রাখে না। এটা নিম্নরুচির পরিচয়। তবে সবটাই ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমি কিছু বলতে পারি না।'

আরও পড়ুন

অর্জুন তৃণমূলেরই নেতা ছিলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে টিকিট বণ্টন নিয়ে সেবারও অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের 'বাহুবলী' নেতা অর্জুন। সেবার দীনেশ ত্রিবেদীর সঙ্গে অর্জুনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। তারপরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন। সেবার দীনেশকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপিতে গিয়ে ব্যারাকপুরে প্রার্থী হন অর্জুন। ২০১৯ সালের লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে পদ্ম প্রতীকে লড়ে জয়ী হন এই দাপুটে নেতা। কিন্তু তার পরে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে অর্জুনের। গত রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। ঠাঁই পাননি অর্জুন। ব্যারাকপুর থেকে ভোটে লড়ছেন পার্থ ভৌমিক। এরপরেই অর্জুনের গলায় ক্ষোভের সুর শোনা যাচ্ছে। যার জেরে ফের তাঁর দলবদলের জল্পনা জোরালো হয়েছে। 

Advertisement

অন্য দিকে, অর্জুনের সঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা হয়েছে বলে খবর। সংবাদমাধ্যমে ফিরহাদ দাবি করেছেন, 'অর্জুন আমায় বলেছে ও অন্য কোনও দলে যাচ্ছে না।' এই আবহে অর্জুন প্রসঙ্গে দিলীপের মন্তব্য নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 


অর্জুন কি ফের বিজেপিতে যোগ দেবেন? এই প্রসঙ্গে মঙ্গলবার মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'এরকম অনেক নেতাই ত্রিশঙ্কু হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এখন পরিষ্কার হচ্ছে। মোদীর নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত নেতাদের রাজনীতির জামা গায়ে পরে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে। উনি কোথায় যাবেন, সেটা এখন আর ওঁর হাতে নেই।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'অর্জুনের বোধদয় হয়েছে।'

Advertisement