TMC Seats In West Bengal : রাজ্যে বিজয় মিছিল শুরু তৃণমূলের, 'ধরাশায়ী' বিজেপি

রাজ্যে বিজয় মিছিল শুরু তৃণমূল কংগ্রেসের। সবুজ আবির মেখে হাওড়া, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজয় মিছিল শুরু করলেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

Advertisement
রাজ্যে বিজয় মিছিল শুরু তৃণমূলের,  'ধরাশায়ী'  বিজেপিTMC
হাইলাইটস
  • রাজ্যে বিজয় মিছিল শুরু তৃণমূল কংগ্রেসের
  • বুজ আবির মেখে হাওড়া, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের

রাজ্যে বিজয় মিছিল শুরু তৃণমূল কংগ্রেসের। সবুজ আবির মেখে হাওড়া, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজয় মিছিল শুরু করলেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। দুপুর ১২ টা পর্যন্ত যে ফল সামনে এসেছে তা থেকে কার্যত স্পষ্ট ২০১৯ সালের ১৮ টি আসনও ধরে রাখা কঠিন বিজেপির পক্ষে। ২০১৯ সালে ২২ আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ৩০ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। 

নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া প্রাপ্ত তথ্য অনুসারে, বিজেপি এগিয়ে ১১ আসনে। সেখানে মাত্র ১ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। মহম্মদ সেলিম প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকলেও এখন পিছিয়ে গিয়েছেন। 

কে কোন আসনে এগিয়ে রয়েছে দেখে নিন- তৃণমূল কংগ্রেসের কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, রায়গঞ্জে কল্যাণী কৃষ্ণ, বালুরঘাটে বিপ্লব মিত্র, জঙ্গিপুরে খলিলুর রহমান, বহরমপুরে ইউসুফ পাঠান, মুর্শিদাবাদে আবু তাহের খান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, ব্যারাকপুরে পার্থ ভৌমিক, দমদমে সৌগত রায়, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাটে নুরুল ইসলাম, জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, যাদবপুরে সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, শ্রিীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগে মিতালি বাগ, ঘাটালে দেব, ঝাড়গ্রামে কালিপদ সরেন, মেদিনীপুরে জুন মালিয়া, বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী এছাড়াও একাধিক আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।

সেখানে বিজেপি এগিয়ে রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা উত্তর, রানাঘাট, বনগাঁ, তমলুক, কাঁথি, পুরুলিয়া ও বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি। 

 প্রসঙ্গত, একাধিক এগজিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি। তবে এগজিট পোলকে কার্যত মিথ্যে প্রমাণিত করে তৃণমূল কংগ্রেস প্রচুর আসন পেতে চলেছে বলে ইঙ্গিত। 

অমিত শাহ, নরেন্দ্র মোদীরাও দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে ৩০-এর বেশি আসন পাবে বিজেপি। তবে সব সমীকরণ ভুল প্রমাণিত করে শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement