TMC Candidate List 2024 : ব্রিগেড থেকে লোকসভার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা, তালিকায় ইউসুফ-রচনা-সহ কোন কোন হেভিওয়েট?
জনগর্জন সভা থেকে বড় চমক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের জন্য ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তিনি। তাতে যেমন চমক রয়েছে তেমনি পুরনো মুখদের ওপরও ভরসা রেখেছেন দলনেত্রী।
TMC Candidate List 2024 - কলকাতা,
- 10 Mar 2024,
- (Updated 10 Mar 2024, 2:54 PM IST)
জনগর্জন সভা থেকে বড় চমক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের জন্য ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তিনি। তাতে যেমন চমক রয়েছে তেমনি পুরনো মুখদের ওপরও ভরসা রেখেছেন দলনেত্রী।
অন্যান্য বছর লোকসভার নির্ঘণ্ট প্রকাশের দিন বা সেই সময় কালীঘাট থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এবারে অবশ্য বেছে নেওয়া হয়েছে জনগর্জন সভাকেই। মানুষের মধ্যে দাঁড়িয়েই প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে নিজেই তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন।
তৃণমূলের প্রার্থী তালিকা
- কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া
- আলিপুরদুয়ার- প্রকাশ সিং বরাইক
- জলপাইগুড়ি- নির্মলচন্দ্র রায়
- দার্জিলিং - গোপাল লামা
- রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
- বালুরঘাট -বিপ্লব মিত্র
- মালদহ উত্তর - প্রসূন বন্দ্যোপাধ্যায় (অবসরপ্রাপ্ত আইপিএস)
- মালদহ দক্ষিণ - শাহনওয়াজ আলি রেহান
- জঙ্গিপুর - খলিলুর রহমান
- বহরমপুর -ইউসুফ পঠান
- মুর্শিদাবাদ- আবু তাহের খান
- কৃষ্ণনগর - মহুয়া মৈত্রদমদম- সৌগত রায়
- বারাসত - কাকলি ঘোষদস্তিদার
- বসিরহাট- হাজি নুরুল ইসলাম
- জয়নগর- প্রতিমা মণ্ডল
- মথুরাপুর- বাপি হালদার
- ডায়মন্ড হারবার -অভিষেক বন্দ্যোপাধ্যায়
- যাদবপুর -সায়নী ঘোষ
- কলকাতা উত্তর - সুদীপ বন্দ্যোপাধ্যায়
- কলকাতা দক্ষিণ- মালা রায়
- হাওড়া আসনে- প্রসূন বন্দ্যোপাধ্যায়
- উলুবেড়িয়া- সাজদা আহমেদ
- শ্রীরামপুর - কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
- আরামবাগ- মিতালি বাগ
- তমলুক- দেবাংশু ভট্টাচার্য
- কাঁথি - উত্তম বারিক
- ঘাটাল- দেব
- মেদিনীপুর- জুন মালিয়া
- ঝাড়গ্রাম- কালীপদ সরেন
- বর্ধমান-দুর্গাপুর - কীর্তি আজ়াদ
- আসানসোল - শত্রুঘ্ন সিন্হা
- বীরভূম- শতাব্দী রায়
- বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
- পুরুলিয়া - শান্তিরাম মাহাতো
- বাঁকুড়া -অরূপ চক্রবর্তী
- বনগাঁ- বিশ্বজিৎ দাস
- রানাঘাট- মুকুটমণি অধিকারী
- ব্যারাকপুর - পার্থ ভৌমিক
- বর্ধমান পূর্ব - শর্মিলা সরকার
এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। একদিকে যেমন ক্রিকেটার ইউসুফ পাঠান রয়েছেন তেমনি রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। টিকিট পেয়েছেন মহুয়া মৈত্রও। সাত জন বিদায়ী সাংসদ এ বার টিকিট পেলেন না। তাঁদের মধ্যে রয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। এই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী এবং নুসরতও। টিকিট পেলেন না অর্জুন সিংহ, মৌসম, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া। টিকিট পেলেন বিজেপি থেকে তৃণমূলে আসা ৫জন, এরা রা হলেন, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী।