প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) জনসভা করবেন যে মাঠে, সেই মাঠে হঠাত্ জেসিবি দিয়ে চলল খোঁড়াখুঁড়ি। বিতর্ক তৈরি হয়েছে জগদ্দলে। ব্যারাকপুরে বিজেপি-র প্রার্থী অর্জুন সিংয়ের (Arjun Singh) সমর্থনে প্রচারে আসার কথা প্রধানমন্ত্রীর। অভিযোগ, যে মাঠে মোদীর জনসভা করার কথা, সেই মাঠ ইচ্ছেকৃত ভাবে খোঁড়াখুঁড়ি চালাচ্ছে তৃণমূল শাসিত পুরসভা।
প্রধানমন্ত্রীর সভাস্থল খুঁড়ে দেওয়ার অভিযোগ
আজ অর্থাত্ বুধবার সকালে জগদ্দলের পেপার মিলের মাঠে দেখা যায়, জেসিবি দিয়ে খোঁড়াখুঁড়ি চলছে। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর অভিযোগ, মাঠ থেকে মাটি বিক্রির চক্রান্ত করছিল তৃণমূল কংগ্রেস। তাঁর কথায়, 'নিম্নমানের মানসিকতার পরিচয়। পার্থ ভৌমিকের নির্দেশেই এই ধরনের কাজ করছে পুরসভা।' যদিও পুরসভার দাবি, প্রধানমন্ত্রী আসবেন ও ওই মাঠে সভা করবেন, এরকম কোনও খবর তাদের কাছে নেই। প্রসঙ্গত, ১২ মে অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
'প্রধানমন্ত্রী আসবেন খবর নেই আমাদের কাছে'
তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের কথায়, 'মাঠ খোঁড়া হচ্ছে না। মাটি সমান করার কাজ চলছে। আবর্জনা সরিয়ে ওই মাঠকে ট্রেনিং গ্রাউন্ড করা হচ্ছে, যাতে প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরির আবেদনকারীরা ট্রেনিং নিতে পারেন। এবড়োখেবড়ো মাঠে খুব অসুবিধা হয়। ওখানে সম্মানিত প্রধানমন্ত্রীর সভা হবে বেসরকারিভাবে জানতে পারি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাঠ ঠিক করে দেওয়ার চেষ্টা করছি।'
#WATCH | North 24 Parganas, West Bengal: Visuals from the ground where PM Narendra Modi's public meeting in Jagaddal is scheduled to be held on 12th May.
BJP MP Arjun Singh that TMC-led administration has dug up the ground "as a sign of petty mindset."
TMC MLA Somenath Shyam… pic.twitter.com/9vTNTic8Tt— ANI (@ANI) May 8, 2024Advertisement
১২ মে অর্জুন সিংয়ের সমর্থনে সভা করার কথা মোদীর
আগামী ২০ মে ব্যারাকপুর কেন্দ্রে ভোট। তার আগে ১২ মে অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করার কথা মোদীর। অর্জুন সিং বলেন, 'ব্যক্তিগত মালিকানাধীন এই মাঠে, নরেন্দ্র মোদির সভা করার কথা। তার আগে তৃণমূল শাসিত পুরসভার ও পার্থ ভৌমিকের মদতে এখান থেকে মাটি কেটে পাচার করতে চাইছে ওরা। জমির মালিক থানার অভিযোগ দায়ের করেছে। এতে প্রধানমন্ত্রীর জনসভা আটকাবে না। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের ন্যায় কাজ করছে। এবার থেকে আমাদের কর্মীরা এই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।'