'ওয়াশিং মেশিন' বলে বিজেপি-কে বহুদিন ধরেই কটাক্ষ করে তৃণমূল। এতে তেমন নতুন কিছু নেই। কিন্তু এবার সেই ওয়াশিং মেশিনেরই রীতিমতো 'ভিডিও' বানিয়ে ফেলল টিএমসি। কার্টুনের আকারে সেই অভিনব ভিডিও অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস।
ভিডিওর শুরুতেই বেশ কিছু সংবাদ ওয়েবসাইটের শিরোনাম দেখানো হচ্ছে। তার কোনওটাতে লেখা, 'কংগ্রেস নেতা হিমন্ত বিশ্বশর্মাকে দুর্নীতিগ্রস্ত বলার পর তাকেই দলে নিচ্ছে বিজেপি'। আবার কোনওটিতে লেখা, 'শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না কেন? প্রশ্ন নারদা স্টিংয়ের ম্যাথু স্যামুয়েলের।' আরও একটি শিরোনাম, 'যোগদানের ৮ মাস পরেই প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে ফাইল ক্লোজ করে দিল NDA, CBI'।
তারপরেই একটি শাটার। তাতে বড় বড় করে লেখা, 'বিজেপি লন্ড্রি সার্ভিস'। তাতে বিজেপির প্রতীক পদ্মফুল উল্টো করে আঁকা। সেই শাটার উঠে গেল। আর দেখা গেল একটি ওয়াশিং মেশিন। তার দরজা খুলে যেতেই শেখানে উপরে উল্লেখিত নেতাদের প্রবেশ করানো হচ্ছে। উপর থেকে ঢালা হচ্ছে গেরুয়া রঙের 'ডিটারজেন্ট'। তাতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। জনপ্রিয় ডিটারজেন্ট ব্র্যান্ডের থিম সং-এর প্যারোডিও করা হয়েছে। তাতে বলা হচ্ছে, 'পাপীদের পছন্দ বিজেপি।'
.@BJP4India 's laundry service, cleaning stained politicians since 2014! pic.twitter.com/i7zIESfXfZ
আরও পড়ুন
— All India Trinamool Congress (@AITCofficial) March 30, 2024
ভিডিওর শেষে দেখা যাচ্ছে, ওয়াশিং মেশিন থেকে শুভেন্দু, হিমন্ত ও প্রফুল্ল বেরিয়ে আসছেন। সামনের বোর্ডে তাঁধের নাম ফুটে উঠল। উপরে লেখা 'ক্লিন্ড', অর্থাৎ সাফ হয়ে গিয়েছে।
দুর্নীতি ইস্যুতে এর আগেও একাধিকবার ওয়াশিং মেশিন বলে তোপ দেগেছে তৃণমূল। তবে এই ধরণের অভিনব ভিডিও এই প্রথম।