লোকসভা নির্বাচনে প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। তাতে পশ্চিমবঙ্গে মোট ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি।
প্রথম পর্বে মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তার মধ্যে ২৮ জন মহিলা প্রার্থী।
লোকসভা নির্বাচন ২০২৪-এ পশ্চিমবঙ্গের কোন কেন্দ্র থেকে কোন প্রার্থীকে টিকিট দিল বিজেপি? আসুন এক নজরে জেনে নেওয়া যাক...
কোচবিহার - নিশীথ প্রামানিক
আলিপুরদুয়ার - মনোজ টিগ্গা
বালুরঘাট সুকান্ত - মজুমদার
মালদা উত্তর - খগেন মুর্মু
মালদা দক্ষিণ - শ্রীরূপা মিত্র চৌধুরি
বহরমপুর - ডঃ নির্মল কুমার শাহা
রানাঘাট - জগন্নাথ সরকার
বনগাঁ - শান্তনু ঠাকুর
জয়নগর - অশোক কান্ডারি
যাদবপুর - অণির্বান গঙ্গোপাধ্যায়
হাওড়া - রথীন চক্রবর্তী
হুগলী - লকেট চট্টোপাধ্যায়
কান্তি - সৌমেন্দ্যু অধিকারী
ঘাটাল - হিরণ্ময় চট্টোপাধ্যায়(হিরণ)
বাঁকুড়া - সুভাষ সরকার
বিষ্ণুপুর - সৌমিত্র খাঁ
আসানসোল - পবন সিং
বোলপুর - প্রিয়া সাহা
উল্লেখযোগ্য বিষয়টি হল, বারণসী থেকেই লোকসভা নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরের সিট থেকে দাঁড়াচ্ছেন অমিত শাহ। অরুণাচল প্রদেশ-পশ্চিম কেন্দ্রের প্রার্থী কিরেণ রিজুজু।
এর আগে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেদিনের বৈঠকেই বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গের ২০টি আসন ছাড়াও মধ্যপ্রদেশের ২৪, গুজরাত ১৫, রাজস্থান, কেরল ১২, তেলঙ্গানা ৯, অসম ১১, ঝাড়খণ্ড ১১, ছত্তিসগড় এবং দিল্লির ৫টি আসনের প্রার্থী ঘোষণা করেছে BJP।