scorecardresearch
 

West Bengal Exit Poll : 'TMC ৩০ আসন পাবে', Exit Poll-এ 'বিজেপির জয়' উড়িয়ে দিল তৃণমূল

বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে। বাড়বে ভোট শতাংশও। তবে এখনও নিজের অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস।

Advertisement
Exit Poll West Bengal 2024 Exit Poll West Bengal 2024
হাইলাইটস
  • বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে
  • তবে তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস

বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে। বাড়বে ভোট শতাংশও। তবে এখনও নিজের অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস। দাবি, বাংলায় ৩০টির আশপাশে আসন পাবে তারা। তাদের থেকে কম আসন পাবে বিজেপি। 

তৃণমূল নেতা শান্তনু সেন জানান, 'পশ্চিমবঙ্গে ৩০ আসন পাবে তৃণমূল। যে সব সমীক্ষা করা হয়েছে তা আমরা মানি না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ২৮ থেকে ৩০ টা আসন পেতে পারি।' 

শান্তনু সেনের দাবি, গত বিধানসভা ভোটেও একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল তৃণমূল রাজ্য়ের ক্ষমতা থেকে চলে যাবে। নবান্নের কুর্সি দখল করবে বিজেপি। কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁর কথায়, 'এগজিট পোলে আমরা বিশ্বাস করি না। বুথ ফেরত সমীক্ষা যে ভুল তা গত বিধানসভা ভোটেই প্রমাণিত হয়েছে। সেবার তো আমাদের হারিয়েই দিয়েছিল সমীক্ষা। কিন্ত আমরা মানুষের সঙ্গে থাকি। তাদের সঙ্গে বছরভর থেকে রাজনীতি করি। তাই আমাদের বিশ্বাস, এবার আমরা ৩০ এর বেশি আসন পাব। যারা সারা বছর মানুষের জন্য কাজ করে না, তারা এসব সমীক্ষায় বিশ্বাস করতে পারেন। আমাদের আধার হল জনতা। তাদেরই উপর আস্থা রয়েছে। সেটা প্রমাণ হয়ে যাবে ৪ জুন।' 

আরও পড়ুন

বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ করেছেন আর এক তৃণমূল নেতা কুণাল ঘোষও।  তিনি এক্স হ্য়ান্ডেলে দাবি করেন, তৃণমূল কংগ্রেস ৩০ এর বেশি আসন পাবে। কুণালের পোস্ট, 'বাংলায় 
@AITCofficial 30+। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে।' 

প্রসঙ্গত, ১ জুন যে Exit Poll সামনে আসে তা থেকে কার্যত পরিষ্কার, পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি। লোকসভা নির্বাচন নিয়ে India Today-Axis My India-র বুথফেরত সমীক্ষা মোতাবেক বঙ্গে বিজেপি ২৬ থেকে ৩১ আসন পেতে পারে, তৃণমূল ১১ থেকে ১৪, কংগ্রেস ০-২ আসন পেতে পারে। টুডেস চাণক্যর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি বঙ্গে পেতে পারে ২৪ টি আসন, তৃণমূল ১৭টি আসন এবং বাম-কংগ্রেস জোট ১টি আসন। 'রিপাবলিক'-এর এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে ২২ টি আসন, তৃণমূল ২০টি আসন। বাম এবং কংগ্রেসকে শূন্য দেওয়া হয়েছে।

Advertisement

তবে এগজিট পোল যাই বলুক না কেন, ৪ জুন জানা যাবে আসল ফলাফল। কারণ সেদিনই ভোটের ফল। 

 

Advertisement