প্রথম দফায় রাজ্যের ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল বামফ্রন্ট। দ্বিতীয় আরও কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ দিন ৪টি আসনে প্রার্থীদের নাম জানানো হয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়া বোলপুরে প্রার্থী করা হয়েছে নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে।
আইএসএফ ও কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও যে স্থির হয়নি তা বিমান বসুর কথাতেই স্পষ্ট হয়েছে। সে কারণেই ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে বলে জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন,'পুরো তালিকা প্রকাশ করতে আর একটু সময় লাগবে। কারণ এখনও সব আসনে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারে কিছু আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা তালিকা ঘোষণা করতে পারছি না। কোনও কোনও দল একসঙ্গে ৪২টি ঘোষণা করে দিচ্ছে! আমরা বামফ্রন্ট। অন্য কেউ ফ্রন্ট নয়। লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে বামপন্থী দলগুলিকে নিয়ে এই ফ্রন্ট গড়ে উঠেছে। স্বাভাবিকভাবে আমাদের খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে'।
বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা
মুর্শিদাবাদ- মহম্মদ সেলিম (সিপিএম)
রানাঘাট- আলোকেশ দাস (সিপিএম)
বর্ধমান-দুর্গাপুর- সুকৃতী ঘোষাল (সিপিএম)
বোলপুর- শ্যামলী প্রধান (সিপিএম)
শোনা যাচ্ছিল, কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটের কথা চালাচ্ছে সিপিএম। ইতিমধ্যেই ৮টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। এ দিন বিমান জানিয়ে দেন,'আইএসএফের সঙ্গে কোনও বোঝাপড়া হয়নি। কথা বলে সাংবাদিকদের জানাব'।
কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এখনও কোনও দিশা মেলেনি। সেটা বোঝা গিয়েছে অধীর চৌধুরীর বক্তব্যেও। প্রদেশ কংগ্রেস সভাপতি সদ্য বলেছেন,'সিপিএমের সঙ্গে কয়েকটি আসনে সমঝোতা হতে চলেছে। জোটের কথা হয়নি'।
বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা
কোচবিহার- নীতীশচন্দ্র রায় (ফব)
জলপাইগুড়ি- দেবরাজ বর্মন (সিপিএম)
বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
কৃষ্ণনগর- এসএম সাজি (সিপিএম)
দমদম- সুজন চক্রবর্তী (সিপিএম)
যাদবপুর- সৃজন ভট্টাচার্য (সিপিএম)
দক্ষিণ কলকাতা- সায়রা হালিম (সিপিএম)
হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম)
শ্রীরামপুর- দীপ্সিতা ধর (সিপিএম)
হুগলি- মনোদীপ ঘোষ (সিপিএম)
তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিএম)
মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিএম)
বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিএম)
বিষ্ণুপুর- শীতল কৈবর্ত্য (সিপিএম)
বর্ধমান পূর্ব- নীরব খাঁ (সিপিএম)
আসানসোল- জাহানারা খান (সিপিএম)