শনিবার মানেই উইকেন্ড। সারা সপ্তাহের কাজ শেষে ছুটির পালা। লোকসভা নির্বাচনের আবহে এই উইকেন্ডেই এবার মহা ধামাকা হতে চলেছে বঙ্গভূমিতে। শনিবার, ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ। বাংলার ৮ আসনে ভোটগ্রহণ করা হবে। এই দিনই ভাগ্যপরীক্ষায় বসছেন হেভিওয়েট তারকারা। তাঁদের মধ্যে কেউ সিনে দুনিয়ার নক্ষত্র, আবার কেউ রাজনীতির মঞ্চে বহুলচর্চিত। প্রচারের আলোয় আলোকিত এই তারারা।
ষষ্ঠ দফায় বাংলার ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোটগ্রহণ। এই ৮ কেন্দ্রের মধ্যে ৮ প্রার্থীকে নিয়ে গত কয়েক মাসে কম আলোচনা হয়নি। এই ৮ প্রার্থী ভোটের রাজনীতিতে তারকা হয়ে উঠেছেন।
প্রথমেই নজর রাখা যাক, অন্যতম নজরকাড়া কেন্দ্র ঘাটালে। গত ২ বারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তৃতীয়বার ভোটের যুদ্ধে শামিল হয়েছেন টলিপাড়ার সুপারস্টার। তবে এবার লড়াইটা সিনেপর্দার 'পাগলু'র কাছে একটু চ্যালেঞ্জিংই বটে। কেননা, তাঁকে টেক্কা দিতে ঘাটালে পদ্ম প্রতীকে লড়ছেন টলিপাড়ার আরও এক হিরো হিরণ। তিনিও দেবের মতো রাজনীতিতে ইদানীং বেশ 'পোক্ত' হয়ে উঠেছেন। খড়গপুরের বিজেপি বিধায়ক লোকসভার লড়াইয়ে লড়ছেন। প্রায় রোজদিনই দুই নায়কের ভোটযুদ্ধ ঘিরে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। উইকেন্ডে ভোটবাক্সে দুই নায়কের মধ্যে কে বাজিমাত করেন, তার অপেক্ষায় বঙ্গ রাজনীতি।
ঘাটালের পাশেই রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার আরও একটি হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র মেদিনীপুর। ২০১৯ সালে এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার সেখানে পদ্ম প্রতীকে লড়ছেন একদা জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তিনি অবশ্য এখন পুরোদমে রাজনীতির সঙ্গে জড়িয়ে নিয়েছেন নিজেকে। আসানসোল দক্ষিণের বিধায়ক এবার লোকসভার লড়াইয়ে সফল হন কি না, সেদিকে নজর থাকছেই। মেদিনীপুরে এবার লড়ছেন আরও এক বিধায়ক। তিনিও টলিপাড়ার পরিচিত মুখ। অগ্নিমিত্রার মতো তাঁরও এখন ধ্যানজ্ঞান রাজনীতি। তিনি জুন মালিয়া। মেদিনীপুরে দুই সেলেব প্রার্থীর জমজমাট লড়াইয়ে জিৎ কার হবে, তার নানা হিসেবনিকেশ চলছে।
এবার যাওয়া যাক পূর্ব মেদিনীপুরে। রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান এই জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র হল তমলুক। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে নাম জুড়ে থাকা এই লোকসভা কেন্দ্রে এবার প্রেস্টিজ ফাইট। বিচারপতির আসন ছেড়ে রাজনৈতিক নেতার ভূমিকায় নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর বিপরীতে এবার তৃণমূলের বাজি তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বনাম অভিজিতের লড়াই রীতিমতো প্রেস্টিজ ফাইট হিসাবেই দেখছেন রাজনীতির কারবারিদের একাংশ। ওই কেন্দ্রে আবার বামেদের মুখ সায়ন।
মেদিনীপুর থেকে রওনা দেওয়া যাক বিষ্ণুপুরে। কেন বিষ্ণুপুর? একসময় ভালবেসে সংসার পেতেছিলেন। তবে রাজনীতির আঙিনায় এসে সেই সংসার ভেঙে খানখান হয়ে গিয়েছে। একদিকে, বিজেপির সৌমিত্র খাঁ, আর তাঁর বিপরীতে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তাঁরা তথাকথিত ফিল্মস্টার নন ঠিকই। তবে বাংলার রাজনীতিতে এই যুগল তারকার সব দ্যুতিই কেড়ে নিয়েছেন। বিষ্ণুপুরে দুই প্রাক্তনের লড়াই কেমন হয়, তা দেখার জন্য কৌতূহলীদের উৎসুক কম নয়।