scorecardresearch
 

Mamata on SSC Jobs: 'বাংলায় কি স্কুল বন্ধ হয়ে যাবে?' SSC-রায়ে চাকরি বাতিল নিয়ে প্রশ্ন মমতার

Mamata on SSC Jobs: 'এই ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে?' বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সম্প্রতি SSC-র ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে। তার বিরুদ্ধেই এদিন সরব হন মুখ্যমন্ত্রী। 'মানি না' বলে 'জাজমেন্টে'র তীব্র সমালোচনা করলেন তিনি।

Advertisement
'জাজমেন্ট' নিয়ে প্রশ্ন তুললেন মমতা 'জাজমেন্ট' নিয়ে প্রশ্ন তুললেন মমতা
হাইলাইটস
  •  'এই ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে?' বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কলকাতা হাইকোর্ট সম্প্রতি SSC-র ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে। তার বিরুদ্ধেই এদিন সরব হন মুখ্যমন্ত্রী। 'মানি না' বলে 'জাজমেন্টে'র তীব্র সমালোচনা করলেন তিনি।
  • মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বলেন, 'নিজেরা চাকরি দেয় না। আর আমাদের সরকার যখন চাকরি দেয়... কোন ডিপার্টমেন্ট কীভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, তাতে আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে।'

Mamata on SSC Jobs: 'এই ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে?' বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সম্প্রতি SSC-র ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে। তার বিরুদ্ধেই এদিন সরব হন মুখ্যমন্ত্রী। 'মানি না' বলে 'জাজমেন্টে'র তীব্র সমালোচনা করলেন তিনি।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বলেন, 'নিজেরা চাকরি দেয় না। আর আমাদের সরকার যখন চাকরি দেয়... কোন ডিপার্টমেন্ট কীভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, তাতে আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে।'

তিনি বলেন, 'বারেবারে দেখছি, বলছে ২৬ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল। আবার বলছে এক মাসের মধ্যে ১২% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, যারা এসব করছ, এসব কেস করে শিক্ষক-শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার যুবক-যুবতীর চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয়, যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারাজীবন চাকরি করার পর বলা হয় এতদিন যে টাকা পেয়েছেন, সেই টাকা ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে?'

'বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে?'
এরপরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'তাহলে এই ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না?'

এরপরেই আদালতের রায়ের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার আরও ১০ লক্ষ এক্সট্রা চাকরি আছে, শুধু সরকারি দফতরেই মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র। আর সেখানে বিজেপি পিল করলেই একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজ বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে, তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও বলছে তাকে অ্য়ারেস্ট করা যাবে না। এটা কি আইন?'

এরপর তিনি বলেন, 'শুনুন আমিও আইনের ছাত্রী ছিলাম। আমি এখনও পর্যন্ত আমার বার কাউন্সিলের মেম্বার আছি। আমি যে কোনওদিন চাইলে কোর্টে ওকালতি করতে পারি। তা সত্ত্বেও আমি বলে রাখি, আমি জাজদের নিয়ে কথা বলব না। কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না। যদি কেউ ভুল করে থাকে, তোমরা স্ক্রুটিনি করতে। তুমি পরামর্শ দিতে, যে এটা না, এটা করুন। তা না করে, এক কথায় ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে... এটা কি মজা? এটা কি মজার মুলুক?'

Advertisement

আরও পড়ুন

Advertisement