Advertisement

Dilip Ghosh: মোদীর পথেই হাঁটবেন মমতা , দিলীপের কটাক্ষ ‘দিদি কখনও মোদী হতে পারবে না’

ইকো পার্কে বুধবার সকালে মর্নিং ওয়াকে আসেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ষষ্ঠ দফাতেই ২৩টি আসন তৃণমূল পেয়ে গেছে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, কনফিডেন্টলি বলছেন, কনফিডেন্টলি হারবেন। দিলীপ ঘোষ দাবি করেন, ১২ টা সিট কমবে আরও। প্রধানমন্ত্রী মিটিং করায় মাঠ নষ্ট হয়েছে। এমনই অভিযোগ করেন তৃণমূলের নেতারা। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করলে মাঠ নষ্ঠ হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করলে মাঠ নষ্ট হয় না। মোদীর শো-র পর মমতার রোড শো। অনুকরণ হয়ে যাচ্ছে না। উত্তরে দিলীপ ঘোষ বলে, মোদী তো মোদী না, দিদি কখনও মোদী হতে পারবেন না।

Advertisement
POST A COMMENT