Advertisement

Amit Shah: 'INDI জোটের সময় কাশ্মীরে হরতাল হত, এখন মোদীর প্রভাবে...', শ্রীরামপুরে কংগ্রেসকে আক্রমণ শাহর

বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোসের সমর্থনে শ্রীরামপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে যখন INDI জোট শাসন করত তখন কাশ্মীরে হরতাল হত। পাথর ছোড়া হত। প্রধানমন্ত্রী মোদীর প্রভাবে সব শান্ত হয়ে গেছে। এখন পাক অধিকৃত কাশ্মীরে হরতাল হয়।

Advertisement
POST A COMMENT