Advertisement

Kirti Azad on Dilip Ghosh: 'এমন মানুষের সমাজে থাকার কোনও অধিকার নেই', দিলীপকে আক্রমণ কীর্তির

দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে প্রতিবাদ জানালেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন দিলীপ ঘোষ মহিলাদের সম্মান দেননা। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরে গিয়ে বলেন, দিদি গোয়ায় গিয়ে বলছেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলছেন ত্রিপুরার মেয়ে, আমি বলছি বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ভাল নয়।” এরপরই প্রতিবাদ জানায় কীর্তি আজাদ। তিনি বলেন, এমন মানুষকে মানুষ সহ্য করে কী করে। এমন মানুষের সমাজে থাকার কোনও অধিকার নেই।

Advertisement
POST A COMMENT