Advertisement

Locket Chatterjee: নববর্ষে নৌকাবিহারে ভোট প্রচার লকেটের, বললেন ‘এটাই বাঙালিয়ানা’

গঙ্গায় নৌকায় নববর্ষ পালন করলেন হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে ভোটের প্রচারও সারলেন। ঢাক, ঢোল বাজিয়ে চলল জনসংযোগ। রবিবার সকালে চন্দননগর থেকে নৌকায় প্রচার শুরু করেন লকেট। চুঁচুড়া, বাঁশবেড়িয়া পেরিয়ে নৌকা যায় ত্রিবেণী পর্যন্ত। কিন্তু বলাগড়ে গেল না তাঁর নৌকা। বলাগড় ভাঙনের সমস্যায় নাজেহাল। যা নিয়ে উঠল প্রশ্ন।

Advertisement
POST A COMMENT