এ দিন অভিষেক বলেন,'ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না। ইডি বা সিবিআই ডিরেকটর দাঁড়ান না। রাজ্যে চারটে আসন খালি। এনআইএ, সিবিআই, ইডি আর আয়কর দফতরের ডিরেকটরদের দাঁড় করান'। তৃণমূলও দাবি করেছে, অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে বিরোধীরা। কেউই সাহসে কুলোতে পারছেন না। সত্যিই কি তাই? সজল বলেন,'এটা মিডিয়াতে বলার নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে রাজনৈতিকভাবে বধ করবে? ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা চলছে।