Advertisement

Sukanta Majumdar: মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে পাথর ছোঁড়ার ঘটনায় NIA তদন্তের দাবি সুকান্তের

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে পাথর ছোঁড়ার ঘটনায় NIA তদন্তের দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে। তাদের একটাই উদ্দেশ্য সংখ্যালুঘু ভোট। বহু জায়গায় তৃণমূল এটা চেষ্টা করেছিল, সফল হয়নি। এখানে হয়েছে। কিছু মানুষ ভুল বুঝে রাম নবমীর মিছিলে হামলা করেছে। এই ঘটনা NIA তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।

Advertisement
POST A COMMENT