Advertisement

Bullet Rani: দেশ ও মোদীর জন্য ভোট, এই সংকল্পে ২১ হাজার কিমি রাস্তা পার বুলেট রানীর

বারাণসীতে বুলেট রানী নামে পরিচিত রাজলক্ষ্মী মান্ডা 'দেশের জন্য ভোট দিন, মোদীকে ভোট দিন' সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে ২১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। বুলেট রানী নামে পরিচিত রাজলক্ষ্মী মান্ডা বলেছেন, "আমি 'দেশকে ভোট, মোদীকে ভোট' এই সংকল্প নিয়ে ২১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। জনগণের উন্নতির জন্য এবং দেশের উন্নতির জন্য আমাদের একজন সত্যিকারের নেতার প্রয়োজন। এবং সেই নেতা হলেন প্রধানমন্ত্রী মোদী..."

Advertisement
POST A COMMENT