Advertisement

Mamata Banerjee: 'মুখোশটা খুলে পড়েছে', কাকে আক্রমণ করলেন মমতা?

নারী দিবস উদযাপনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিছিল করলেন। কলেজস্ট্রিট থেকে হেঁটে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন মমতা। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসের বিশেষ মিছিল ছিল এদিন। এদিনের অনুষ্ঠানে ছিলেন শশী পাঁজা, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাগরিকা ঘোষ প্রমুখ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, 'আমি খুশি যে মুখোশটা বেরিয়ে গিয়েছে। মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীরা চাকরি খেয়ে, বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছেন, টিভিতে গিয়ে ইন্টারভউ করছেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত, অনেক কিছু দেখেছি, আজ আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে।

Advertisement
POST A COMMENT