Advertisement

Mamata On Mahua: লোকসভা নির্বাচনে ফের মহুয়া মৈত্রকে প্রার্থী করার বার্তা মমতার

বৃহস্পতিবার নদিয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার শান্তিপুরে জেলার উন্নয়ন নিয়ে বক্তব্য পেশ করেন তিনি। এবং স্পষ্ট করে দেন ফের মহুয়াই ফের কৃষ্ণনগরে তৃণমূলের টিকিট পাবেন। মমতা বলেন, 'মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কেন জানেন, মহুয়া মানুষের কথা বলত। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো। কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে। আমি বিশ্বাস করি মানুষ এর উত্তর দেবে।' তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পরই একপ্রকার স্পষ্টই হয়ে যায় যে, ফের মহুয়াতেই ভরসা রয়েছে তাঁর।

Advertisement
POST A COMMENT