Advertisement

Mamata at Nandigram: 'আজ নয় কাল এর বদলা নেব', ভোট লুটের অভিযোগে নন্দীগ্রামে বার্তা মমতার

বৃহস্পতিবার তমলুকের হলদিয়ার জনসভা থেকে নন্দীগ্রাম নিয়ে 'বদলা'র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে। আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুঠ করা হয়েছে। সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে, বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে, ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই। কীভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামিদিন পথ দেখাবে।'

Advertisement
POST A COMMENT