Advertisement

Adhir On Mamata: 'মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছেন', কটাক্ষ অধীরের

শেষ দু'দফা ভোটের আগে বিতর্কের কেন্দ্রে সাধুসন্তরা। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এ দিন বলেন,'সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেননি! সাধুদের গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওঁর পায়ের তলায় তৃণমূলের হারিয়ে যাওয়া ভোটটাকে দখল রাখতে চাইছেন। তিনি ভাবছেন সাধুসন্তদের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দেবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত'। তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছেন।

Advertisement
POST A COMMENT