Advertisement

Ground Report: আর রাজনৈতিক গোলমালে জড়াতে চান না দিনহাটার বাসিন্দারা

গত কয়েক বছরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কোচবিহারের মফস্বল জনপদ দিনহাটা। রাজনৈতিক আঁচে উত্তপ্ত হওয়াই শুধু নয়, কার্যত ঝলসে গিয়েছে এই এলাকা। পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা বা পুরভোট, এক বিন্দু রক্ত না ঝরিয়ে ফলাফল বের হয়নি কোচবিহারের গুরুত্বপূর্ণ এই ঘাঁটি থেকে। তবে এবার সাধারণ মানুষ সতর্ক। তাঁরা আর নিজেদের পরিবারের ক্ষতি হোক চান না। দিনহাটা ঘুরে বোঝা গেল, রাজনৈতিক অতি সচেতনতার কারণেই তাঁরা এ সমস্ত থেকে দূরে থাকতে চাইছেন। কোচবিহার থেকে bangla.aajtak.in এর গ্রাউন্ড রিপোর্ট।

Advertisement
POST A COMMENT