Advertisement

Ground Report: আলাদা রাজ্য হবে সে বিশ্বাস আর নেই, তবু আলাদা রাজ্য ইস্যুতেই ভোট কোচবিহারে

১৯৫০ সালে কোচবিহারের তৎকালীন রাজা কোচবিহারকে ভারতভুক্তি চুক্তির মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্য হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে সেই চুক্তিই চলে আসছে। কিন্তু বঞ্চনা ও অনুন্নয়নের অভিযোগ তুলে বিভিন্ন সময় আলাদা রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজভূমি। কখনও সশস্ত্র আবার কখনও গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি-দাওয়া চলতে থাকে। যদিও আজ পর্যন্ত প্রতিশ্রুতি-আশ্বাস বহু মিলেছে। এই সময়ের মধ্যে মধ্য়প্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড কিংবা অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ ভেঙে কোচবিহার হয়নি। এত বছর পর হবে, সে বিশ্বাসও হারিয়ে ফেলেছেন দাবি নিয়ে সরব হওয়া এলাকার মানুষ। কিন্তু তবু এখনও নির্বাচনের আগে ভোট হয় সেই আলাদা রাজ্যের ইস্যুকে সামনে রেখেই। যে দল ভোটের আগে জোর দিয়ে বলে আলাদা রাজ্য হবে, তাঁকেই ভোট দেন কোচবিহারের মানুষ।

Advertisement
POST A COMMENT