Advertisement

Lok Sabha Election 2024: 'ভরসা রাখুন বদলে যাবে', সুজনের রবিবাসরীয় প্রচারে বৃন্দা-ঐশী-ঊষসীরা

ভোট শুধু সময়ের অপেক্ষা, তাই সমস্ত দলের প্রার্থীরা, একটুও সময় নষ্ট না করে দিনরাত তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। রবিবার সকাল সকাল দমদম স্টেশনের সামনে থেকে সুবিশাল মিছিল এলাকা পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বৃন্দা কারাত, ঊষসী চক্রবর্তী, ঐশী ঘোষ প্রমুখ। এবার কংগ্রেস ও সিপিএম জোট বেধেছে। তাই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস সমর্থক।

Advertisement
POST A COMMENT