Advertisement

Mamata Banerjee at Red Road: রেড রোডের নমাজে মমতা, খুশির ইদে কেন্দ্রকে আক্রমণ

অন্যান্য বারের মতো এবার ইদের সকালে রোডের নামাজে অংশ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই এনআইএ-ইডি-সিবিআই নিয়ে তোপ দাগার পাশাপাশি সৌভ্রাতৃত্বের কথা শোনা গেল মমতার গলায়। রেড রোডের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, এটা খুশির ইদ। এটা শত্রুদের বিরুদ্ধে ইদ। এটা সাহসের ইদ। এটা জীবনে আপনাদের এগিয়ে যাওয়ার ইদ।

Advertisement
POST A COMMENT