Advertisement

Election Symbol: নির্দলে ভোটে দাঁড়াবেন? আপনার প্রতীক কাঁঠাল-আখ-বেলুন এবং... কমিশনের 'আজব' লিস্ট

সামনেই ভোট। আর এই ভোটে সারা দেশে প্রচুর মানুষ অংশ নিয়েছেন প্রার্থী হিসেবে। রয়েছেন পরিচিত রাজনৈতিক দলের প্রার্থীরা। আপনি যখন ভোট দিতে যান, সেসময় ইভিএমে আপনার পরিচিত প্রতীক ছাড়াও আরও অনেক প্রতীক দেখতে পান। হয়তো দেখতে পেলেন আঙুর, আলমারি, কাঁঠাল, বেলুন আরও কত কী। এই সব প্রতীকে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থীরা। কিন্তু সারা দেশে প্রচুর মানুষ নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন। কিন্তু এত প্রতীক কী হতে পারে। দেখুন bangla.aajtak.com-এর প্রতিবেদন।

Advertisement
POST A COMMENT