Advertisement

Abhijit Gangopadhyay: 'ওই নামটা আমি স্ল্যাং- বলে মনে করি', কেন বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

নারদ স্টিং অপারেশনের প্রসঙ্গ উঠতেই 'তৃণমূলের সেনাপতি', 'তালপাতার সেপাই'-র শব্দচয়ন করলেন অভিজিত্‍। তৃণমূল কংগ্রেসের সেনাপতি বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন, তিনি নাম করতে রাজি হলেন না। বললেন, ওই নামটা তাঁর কাছে স্ল্যাং বা গালিগালাজের সমান। নারদ কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির কথায়, 'নারদ কাণ্ড চক্রান্ত। এটা করিয়েছে যে, তৃণমূলে সবাই তাকে তালপাতার সেপাই না সেনাপতি কী একটা বলে। অ্যালকেমিস্টকে সঙ্গে নিয়ে এই ঘটনা করেছিল। এটা চক্রান্ত। এক ভদ্রলোককে ব্যবহার করে এটা করা হয়। দলের সিনিয়রদের কেউ কেউ যখন ভোটে দাঁড়াতে চাইছিল, তখন এটা করা হয়েছিল।'

Advertisement
POST A COMMENT