Advertisement

Abhijit Gangopadhyay: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিচ্ছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে একথা জানালেন অভিজিৎ। বললেন, 'আমি বিজেপিতে যোগ দিচ্ছি। সম্ভবত ৭ মার্চ যোগ দেব।' কেন বিজেপিতে যোগ দিচ্ছেন, এই নিয়েও মুখ খুলেছেন অভিজিৎ। তাঁর সাফ কথা, 'বিজেপি সর্বভারতীয় দল। তৃণমূলের মতো দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। এখানে আর কোনও সর্বভারতীয় দল নেই।' লোকসভা নির্বাচনে প্রার্থী হলে কোন আসনে লড়বেন? এই প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, 'কোন আসনে লড়ব,তা বিজেপির উপর মহল সিদ্ধান্ত নেবে।'

Advertisement
POST A COMMENT